এত অসংগতি, এত..........................।
লিখেছেন লিখেছেন ফয়সাল ০৭ মার্চ, ২০১৩, ১২:০২:৪১ দুপুর
এত অসংগতি, এত মিথ্যা, এত জালিয়াতি, এত প্রতারনার উপরই কি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় হয়ে যাবে? আর এই মহান মানুষটার ফাঁসির রায় হলে সেটা কিভাবে গ্রহণযোগ্য আমাদের বিবেকের কাছে??
রায় ঘোষনার খবর শুনে কি যে অস্থিরতা শুরু হয়েছে মনের মধ্যে তা বোঝানোর ভাষা নেই আমার। সত্যি বলতে কি আমি কখনোই শিবির বা জামায়াতের রাজনীতির সাথে প্রত্যক্ষ জড়িত ছিলাম না, কিন্তু কেন জানিনা ছেলেবেলা থেকেই আল্লামা সাঈদীর উপর আমার অগাধ বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, ভাললাগা,ভালবাসা প্রকট। কোনকিছুর মানদন্ডেই তা বিচার করা আমার পক্ষে সম্ভব না।
জানিনা সত্যিই যদি তাঁর ফাঁসি হয়ে যায় তাহলে সেটা আমি কিভাবে নিতে পারবো।
যদিএমন কোন অপশন থাকতো আমার ফাঁসির বিনিময়ে তাঁকে মুক্তি দেওয়া যেতো, মহান আল্লাহর কসম আমি দ্বিধা করতাম না। আসলে দেশটাকে পাকিস্তান বানানোর মতো কোন ঘৃন্য চিন্তা মনে কখনোই আসেনি। মুক্তিযুদ্ধ, স্বাধীনতার বিরোধীতা করার প্রশ্ন-ই ওঠেনা। যারা প্রকৃত দেশদ্রোহী তাদের কঠোর বিচার হোক, ফাঁসি হোক সেটা আমি খুব বেশি করে চাই। শুধু আল্লামা সাঈদী নয়, আমার বাবাও যদি দেশদ্রোহীতা, ধর্ষন ইত্যাদি অভিযোগে অভিযুক্ত হন এবং তা সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয় তাহলে তাদের মৃত্যুদন্ডের জন্য আমার এতটুকু আক্ষেপ, আফসোস হবেনা। কিন্তু তাঁর মতো একজন মহান মানুষ মিথ্যা বিচারের মাধ্যমে ফাঁসির মঞ্চে চড়বে সেটা মেনে নেওয়া কিভাবে সম্ভব??!!
ভাইয়েরা, দু'লাইন ফেসবুকে কিংবা ব্লগে লিখেই কি আমাদের সব দায়িত্ব শেষ!! আমাদের কি আসলে কিছুই করার নেই???
পরবর্তী শিকার যে আমি, আপনি বা আমাদের পরিবারেরই আরেকজন একথা কি আমরা এখনো বুঝতে পারিনা? আমরা কি আজীবনই আমাদের বিবেককে অন্ধ করেই রাখবো?? জানিনা আসলে কি হবে! আসুন জীবনটাকে আল্লাহর নামে উৎসর্গ রাজপথে নামি।
হে আল্লাহ, জীবনে যদি একটা ভালো কাজও করে থাকি তাহলে তার প্রতিদান হিসাবে হলেও আল্লামা সাঈদীকে এই জালিম, স্বেচ্ছাচারী সরকারের হাত থেকে রক্ষা করো। হে প্রভূ, তুমি এই নরপশুদের বিবেকবোধকে জাগ্রত করে দাও অথবা নমরুদ, ফেরাউনের মতো তাদেরকে পৃথিবীর মাটি থেকে নিশ্চিহ্ন করেদাও। হে প্রভূ! শুধু একবার প্রমাণ করে দাও "সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত।"
বিষয়: বিবিধ
১০৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন