আলেমা ওলামা পীর মাশায়েখের কর্মসূচিতে পুলিশের গুলীর নিন্দা ঈমানী চেতনায় উদ্বেলিত জনতার ওপর হামলা চালিয়ে প্রমাণ করেছে এ সরকার নাস্তিক মুরতাদদের পক্ষে অবস্থান নিয়েছে - রফিকুল ইসলাম খান

লিখেছেন লিখেছেন ফয়সাল ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:০৩:৩৯ রাত

আলেমা ওলামা পীর মাশায়েখের কর্মসূচিতে পুলিশের গুলীর নিন্দা

ঈমানী চেতনায় উদ্বেলিত জনতার ওপর হামলা চালিয়ে প্রমাণ করেছে এ সরকার নাস্তিক মুরতাদদের পক্ষে অবস্থান নিয়েছে - রফিকুল ইসলাম খান

আল্লাহ, রাসূল ও কুরআন অবমাননাকারীদের শাস্তির দাবিতে আলেমা ওলামা পীর মাশায়েখ ঘোষিত কর্মসূচিতে পুলিশের বাধাদান ও গুলীবর্ষণ করে ৪ জনকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল শুক্রবার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, পুলিশের হামলা ও গুলীতে গাইবান্ধায় ২ জন, সিলেটে ১ জন এবং ঝিনাইদহে ১ জনসহ মোট ৪ জন নিহত হয়। পুলিশের গুলীতে শত শত লোক আহত হয়। পুলিশ সারাদেশে কয়েকশ' মুসুল্লিকে গ্রেফতার করে। সরকারের এ জুলুম-নির্যাতন ও নিপীড়নের নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।

তিনি বলেন, গতকালের কর্মসূচি সরকার বা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। এ কর্মসূচি ছিলো আল্লাহ, রাসূল, কুরআন ও হজ্জসহ ইসলাম ধর্মের প্রতি কটূক্তি ও অবমাননাকারীদের বিরুদ্ধে। দেশের ইসলামপ্রিয় জনতা ঈমান রক্ষার তাগিদে এ কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়েছিলো। কিন্তু সরকার ঈমানী চেতনায় উদ্বেলিত জনতার ওপর হামলা চালিয়ে প্রমাণ করেছে এ সরকার নাস্তিক, মুরতাদদের পক্ষে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, দীর্ঘ ১৭ দিন যাবৎ শাহবাগে নাস্তিক ব্লগাররা ইসলাম, ইসলামী আদর্শ ও ইসলামী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আস্ফালন করেছে। সরকার পুলিশ বেস্টনি দিয়ে তাদের এ অপকর্ম পরিচালনায় সহযোগিতা করেছে। অথচ আজ আলেমদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয় ৪ জনকে খুন ও শত শত লোককে আহত করে সরকার ইসলামপ্রিয় জনতার বিপক্ষে অবস্থান নিয়েছে।

তিনি আরো বলেন, আলেম, ওলামা ও তৌহিদী জনতার এ আন্দোলনকে এক শ্রেণীর মিডিয়া জামায়াত শিবিরের বলে উল্লেখ করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। দেশের লাখ লাখ ইসলামপ্রিয় জনতার আন্দোলনকে যারা জামায়াতের দলীয় বা রাজনৈতিক আন্দোলন বলেন তাদের দুরভিসন্ধি জনগণের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।

তিনি আলেম, ওলামা ও তৌহিদী জনতার ওপর হামলাকারী এ জালেম সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। সেই সাথে ৪ জন আলেম ও মুসুল্লিকে হত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।

বিষয়: বিবিধ

৯৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File