*#*আমি শিবিরে আসার পূর্বের অভীজ্ঞতা*#*
লিখেছেন লিখেছেন ফয়সাল ২০ অক্টোবর, ২০১৩, ০৩:০১:২৬ দুপুর
*ধুমঃ ধুমঃ শব্দ হয়েই চলছে।
শব্দ শুনেই ঘুম ভেঙ্গে গেলো। কিসের শব্দ!! চার দিকে আতঙ্ক!! ঘড়ির দিকে তাকিয়ে দেখি সময় ৭.৩০(সকাল)। হঠাৎ বড় ভাইয়ার আতঙ্কিত স্বর কানে এলো। ফয়সাল!! ফয়সাল!! ঘর থেকে বের হবিনা। ফজরের নামায পড়ে আসার পর দর্জা বন্ধ করেছিস কিনা দেক! বাহিরে পুলিশের সাথে গোলাগোলি হচ্ছে । আমি দৌড়ে গেলাম দর্জার সামনে। না ঠিক আছে। বন্ধ করেছি। ভাইয়াকে ডেকে বললাম “ভাইয়া! বন্ধ আছে” আমার ভাইয়া যেন স্বস্তির নিঃস্বাস ফেল্ল।
এসে বসলাম চেয়ারে। হঠাৎ মনে পড়ে গেল ইতিহাসের ক্লাসে স্যারের দেয়অ লেকচারের কথা। স্যার বলেছিলেন “৫১এর ভাষা আন্দোলন” এবং “৭১ এর মুক্তি যুদ্ধে” বাংলার দামাল ছেলেদের সাথে পুলিশের গোলাগুলি হয়েছিল। এখন তো “৫১ আর ৭১” নেই। তাহলে এখন আবার কিসের গোলাগোলি??? তাহলে কি আবার উপস্থিত হয়েছে সেই “৫১ আর ৭১”??? আবার কী জেগেছে বাংলার দামাল ছেলেরা??? এ কথা ভাবতে ভাবতে দৌড়ে গেলাম জানালার দিকে। একি??? মাত্র কয়েক জন (১০-১২ জন) ছেলের সাথে প্রায় ২৫-৩০ জন পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। ওরে আল্লাহ!! এদেরকে তো চিনি। এরা আমার প্রতিবেশি। যারা অতী ভদ্র এবং বিনয়ী। কোন সময় তাদের কে কারো সাতে বড় গলায় কথা বলতেও দেখিনি। আমিতো দেখে অবাক! আজ কিনা তাদের সাথে পুলিশের গোলাগোলি। তাদের মুখ থেকে ভেঁসে আসছে “নারায়ে তাকবীর” “আল্লাহু আকবার” এর শ্লোগান। যখনি তারা এই শ্লোগান তুলে সামনে অগ্রসর হয়। তখনি পুলিশের দল পালানোর পথ খুজতে শুরু করে। আমি তো অবাক!! একিরে?? এরা সংখ্যায় বেশি, হাতে আগ্নেয়াস্ত্র, ট্রেনিং প্রাপ্ত, সরকারি কর্মকর্তা, গায়ে রয়েছে শক্তি শালী জেকেট। যা গুলিকেও হার মানায়। তার পরও এরা এই শ্লোগান কে ভয় পায় কেন? হঠাৎ আরো একটি শ্লোগান শুনতে পেলাম। “বদরের হাতিয়ার” “গর্জে ওঠো আরেক বার” আবারো ইতিহাসের স্যারের লেকচারের কথা আবারো মনে পড়ে গেল। তিনি বলেছেন “বদরের যুদ্ধে মুসলমান গন মাত্র ৩১৩ জন সৈন্য নিয়ে হাজারো কাফিরের মোকাবেলা করে বিজয় মালা চিনিয়ে আনে” একি?? এতো পুরোই সেই যুদ্ধের কাহীনির সাথে মিলে যাচ্ছে। তার পর আমার সেই ভূলটা ভেঙ্গে গেল। যে এরা কোন “৫১ বা ৭১” এর হাতিয়ার নয়। এরা হচ্ছে স্বয়ং বদরের হাতিয়ার। তাই এটাই দ্বিবালোকের মত সত্য যে, এই ১০-১২জন মোজাহীদের সামনে ২৫-৩০জন পুলিশ নয় বরং ২৫০০-৩০০০জন পুলিশ আসলেও দাঁড়াতে পারবেনা।
................md FaYsAl
বিষয়: বিবিধ
১৬৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন