সময় এসেছে জালিম শাহীর তক্তে কাঁপন ধরাবার...

লিখেছেন লিখেছেন প্রবাসী যাযাবর ০১ এপ্রিল, ২০১৩, ১০:২১:১৩ সকাল

সময় এসেছে জালিম শাহীর তক্তে কাঁপন ধরাবার...

জামায়াতে ইসলামের আমীরকে জালিম সরকার গ্রেফতার করেছে এতদিন হল । তাতে কি জামায়াত ইসলামের আন্দোলন কর্মসূচী বা কর্মী সংখ্যা এতটুকু কমেছে ? বরঞ্চ কর্মীর সংখ্যা দ্বিগুণের চেয়েও বেশী হয়েছে এবং সমর্থক বেড়েছে আরো চতুর্গুন । আল্লামা হযরত মাওলানা দেলওয়ার হোসাইন সাইদীকে গ্রেফতার করে সেই সংখ্যা আরো দ্বিগুন হয়েছে । কাদের মোল্লা ও সাইদীকে ফাঁসীর আদেশ দিয়ে সেই সংখ্যা আরো তিনগুন বৃদ্ধি পেয়েছে । ইতিমধ্যেই অন্যান্য ইসলামী ও সমমনা দলগুলো এগিয়ে এসেছে ।

কেন্দ্র থেকে মফস্বল পর্যন্ত, শত শত নেতাকর্মীকে শহীদ করা হল, হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করা হল, হাজার হাজার নেতাকর্মী পুলিশের হুলিয়া মাথায় নিয়ে দৌড়ের উপর আছে, কৈ আন্দোলনের গতিবেগ কি কমাতে পেরেছে সরকার ?

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর মুহতরম সভাপতি কে গ্রেফতার করে আওয়ামীলীগ যদি মনে করে আন্দোলন দমে যাবে বা কমে যাবে । তাহলে বলতে হবে জালীম শাহের কর্ণধারেরা এখনও বোকার স্বর্গে বাস করছে । তোমরা নিশ্চিত জেনে রাখো এতে জামায়াত, শিবির, বিএনপি, হেফাযতে ইসলাম তথা ১৮ দলের আন্দোলন শতগুন গতি বৃদ্ধি পাবে এবং সরকার ও পুলিশ দিশেহারা হয়ে যাবে ।

আরে ! পুলিশ ও ছাত্রলীগের বাহুতে কত শক্তি আছে আর অস্ত্রগারে কত গুলি আছে ? আপামর জনতা যখন ঝাঁপিয়ে পড়বে তখন বানের শ্যাওলার মত ভেসে যাবে সবাই । পালাবারও পথ পাবে না । তখন বেওয়ারীশ বামদলগুলো যাদের আঁচলের গন্ধে আজ আওয়ামীলীগ বিভোর তাদেরকে খুঁজেও পাওয়া যাবে না ।

ক্ষমতার মসনদে ২টা দিন বেশী থাকতে চাইলে শিবির সভাপতিকে আজকে সোমবারের মধ্যেই ছেড়ে দাও হে অন্ধ, বধির ও কানকাটা সরকার ।

ক্ষমতার মসনদে ২টা দিন বেশী থাকতে চাইলে শিবির সভাপতিকে আজকে সোমবারের মধ্যেই ছেড়ে দাও হে অন্ধ, বধির ও কানকাটা সরকার । Probasi Jajabor...

বিষয়: বিবিধ

১৬২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File