এলিজাবেথের নাম খুজে পেলাম না।
লিখেছেন লিখেছেন বিবেকের কান্না ০১ এপ্রিল, ২০১৩, ১০:২৭:৩১ সকাল
এদের সাথে আমাদের সবারই পরিচয় থাকা দরকার । এ জন্য সবার অবগতির জন্যই পেশ করলাম।
আলেম প্রতিনিধিদের পক্ষ থেকে ৯টি ব্লগ ও ৮৪ জন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ও মহানবী হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে অপপ্রচারের অভিযোগ আনা হয়েছে।
ব্লগ সাইটগুলো হচ্ছে সামওয়্যার ইন ব্লগ, আমার ব্লগ, মুক্তমনা ব্লগ, নাগরিক ব্লগ, ধর্মকারী ব্লগ, নবযুত ব্লগ, সচলায়তন ব্লগ, চুতরাপাতা ও মতিকণ্ঠ। একই সঙ্গে তিনি ব্লগ সাইটের ৮৪ জন ব্লগারদের তালিকা কমিটির কাছে হস্তান্তর করেন।
যেসব ব্লগার চিহ্নিত করা হয়েছে: বিভিন্ন নামে যেসব ব্লগার ইসলামের বিরুদ্ধে অপ্রচার চালাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন
আরিফুর রহমান,
মনির হাসান,
বৃত্তবন্দি,
সবাক,
শয়তান,
মনজুরুল হক,
কখগ,
রাসেল,
নাস্তিকের ধর্মকথা,
দূরের পাখি,
আরিফুল হক তুইন,
তিতি আনা,
নাজিম উদ্দিন,
আলমগীর কুমকুম,
ফরহাদ উদ্দিন স্বপন,
দস্যুবনহুর,
ফারহানা আহমেদ,
ঘনাদা,
রাহান,
অন্যকেউ,
পাপী ০০৭,
হোরাস,
প্রশ্নোত্তর,
ভালমানুষ,
ভণ্ডপীর,
বৈকুণ্ঠ,
সত্যান্বেষী,
পড়ুয়া,
হাল্ক (সানাউল),
বিপ্লব ০০৭,
রাস্তার ছেলে,
ঘাতক,
বিশাল বিডি,
সাহসী ৬,
লাইটহাউজ,
মমতা জাহান,
রাতমজুর,
কৌশিক,
মেঘদূত,
স্বপ্নকথক,
প্রায়পাস,
আহমদ মোস্তফা কামাল,
লুকার,
নুহান,
সোজাকথা,
ট্রানজিস্টার,
দিওয়ান,
রিসাত,
আমি এবং আঁধার,
অরণ্যদেব,
কেল্টুদা,
আমি রোধের ছেলে,
ভিন্নচিন্তা,
আউটসাইডার ও প্রণব আচার্য।
অন্য একটি কপিতে ইসলামবিদ্বেষী, স্বঘোষিত কুখ্যাত নাস্তিক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যকারী আদালত অবমাননাকারীদের তালিকায় রয়েছে আসিফ মহিউদ্দিন, আবুল কাশেম, আলমগীর হোসেন, অন্য আজাদ, অনন্ত বিজয় দাস, আশীষ চ্যাটার্জি, অভিজিত রায়, বিপ্লব কান্তি দে, দাড়িপাল্লা ধমাধম (নিতাই ভট্টাচার্য), ইব্রাহীম খলিল সবাগ, সুমন সওদাগর, কৌশিক, আহমেদ, নুরনবী দুলাল, পারভেজ আলম, রাজীব হায়দার শোভন (থাবাবাবা) রতন সন্ন্যাসী, সৈকত চৌধুরী, শর্মী আমিন, সৌমিত্র মজুমদার (সৌম্য), আল্লামা শয়তান, বিপ্লব, শুভজিৎ ভৌমিক, সুমিত চৌধুরী, সৈকত বড়ুয়া, সুব্রত শুভ ও সুশান্ত দাসগুপ্ত।
সূত্র:
http://www.mzamin.com/details.php?nid=NDg4MzU=&ty=MA==&s=Mjc=&c=MQ==
বিষয়: বিবিধ
১৮৪১ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন