যত বিপদ তত আহসান
লিখেছেন লিখেছেন তিতুমির ০১ এপ্রিল, ২০১৩, ১০:৩৬:১১ সকাল
বাংলাদেশ একটি প্রাচীন দেশ। এখনকার প্রবাদ খুবই শক্তিশালী , আমরা কেমন তা প্রবাদ দেখলেই বুঝা যায়,
কিছুদিন আগেও প্রধানমন্ত্রী টিভির টক শো নিয়া ছিল মহা রাগ,কিন্ত এখন ফকরুলের ভাষায় কী এক মেজিকের কারণে সব মিডিয়া এখন এক রা, শানে নজুল কি,
মিডিয়ার খবর এরকম...এখন পর্যন্ত 18 দলের শরিক জামাতএর কোনও মিছিল হয়নি, একটু পরেই দেখাচ্চ্হে, অনেক জায়গাতে ই জামাত মিছিল করছে,
200/ 300 লোকের মিছিলকে দেখায় লাখলাখ , আবার লাখলাখ, হাজার হাজার দেখায় 20/25 এর মিছিল করার চেষ্টা,
অথচ গত সাধীনতা দিবসের রেলিতে শিবিরএর হাজার হাজার তরুণের বিশাল মিছিল ই শুধু নয় মিছিলটি মগবাজার থেকে শুরু করে এফ ডিসি পর্যন্ত দীর্গ পথ পাড়ি দিয়েসে, সেখানে, হলুদ সাংবাদিকরা বলল , 20/25 একটা মিছিল করার চেষ্টা হয়ে ছিল, কিন্ত সরকারের পুলিশ সময় মত
একশন নিয়ে মিছিলকে ভণ্ডুল করে দেয়
শিবিরের বেপরোয়া তান্ডব,, সব হলুদ সাংবাদিক এর এক ভাষা, জামাত শিবির নিষিদ্ধ কর কিন্ত জামাত শিবির কি নিষিদ্ধ নাই, কি করলে নিষিদ্ধ বলা যাবে , কে যেন বলে ছিল, 6000 শান্তি বাহিনী নিষিদ্ধ করে দেশ অবস্থা কি হয়েসে কে না জানে ?
আর লাখ লাখ সদস্যের জামাত শিবির নিষিদ্ধ করলেকি এই দেশ সইতে পারবে? একজন জামাত ধরতেই যদি হাজার হাজার গ্রামবাসীকে মোকাবিলা করতে হয় তবে বলতেই হবে
সতত্যি সেলূকাস..........
নাকি ইচ্ছাকরেই ঘটানো হচ্ছে?
অবশ্য আরেকটা প্র বাদ আছে,
নিদানকালে কোনও ওষুধ নাকি কাজে লাগে না।
চোখ বন্ধ করলেই পৃথিবী মুছে যাবেনা, জামাত কি 72 এর জাসদ, হাজার হাজার জা সদ এর অবদান আজ জাদুঘরে, কারণ এদের আদর্শ ছিল মৃত,তাই মনে হয়
যত বিপদ তত আহসান
যত বিপদ তত আহসান
তাই মনে হয় যত বিপদ তত আহসান
বিষয়: রাজনীতি
১১৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন