যারা বাংলাদেশ আন্দোলনে শরীক হয়নি তারা কি স্বাধীনতা বিরোধী ছিল ?

লিখেছেন লিখেছেন প্রবাসী যাযাবর ১১ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৪৯:৫৫ সকাল

১৯৭০-এর নির্বাচনের দীর্ঘ অভিযানে শেখ মুজিব প্রায় প্রতিটি নির্বাচনী জনসভায় জনগণকে আশ্বাস দিয়েছেন,

‘‘আমরা ইসলাম বিরোধী নই’’ এবং ‘‘আমরা পাকিস্তান থেকে আলাদা হতে চাই না’’ ।
জনগণ তাকে ভোট দিয়েছিলেন তাদের অধিকার আদায়ের জন্য । পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হবার কোন মেন্ডেট তিনি নেননি । নির্বাচনের পরও এ জাতীয় সুস্পষ্ট কোন ঘোষণা তিনি দেননি ।

তাই ১৯৭১-এ যারা বাংলাদেশ আন্দোলনে শরীফ হয়নি, তারা দেশের স্বাধীনতার বিরোধী ছিল না । ভারতের অধীন হবার ভয় এবং ধর্মনিরপেক্ষতাবাদ ও সমাজতন্ত্রের খপ্পরে পড়ার আশংকাই তাদেরকে ঐ আন্দোলন থেকে দুরে থাকতে বাধ্য করেছিল । তারা তখনও অখণ্ড পাকিস্তানের নাগরিকই ছিল । তারা রাস্ট্রবিরোধী কোন কাজে লিপ্ত ছিল না বা কোন বিদেশী রাষ্ট্রের পক্ষে কাজ করেনি । নিজ দেশের কল্যাণ চিন্তাই তাদেরকে এ ভূমিকায় অবতীর্ণ করেছিল । ১৬ই ডিসেম্বর পর্যন্ত তারা এ বিশ্বাসের ভিত্তিতেই কাজ করেছে । তাই আইনগত ভাবে তাদেরকে দোষী সাব্যস্ত করা যায় না ।

নৈতিক বিচারে ব্যক্তিগতভাবে যারা নরহত্যা, লুটতরাজ, ধর্ষণ ও অন্যান্য অন্যায় করেছে, তারা অবশ্যই নরপশু । যাদের চরিত্র এ জাতের, তারা আজও ঐসব করে বেড়াচ্ছে । পাক সেনাবাহিনীর যারা এজাতীয় কুকর্মে লিপ্ত হয়েছিল, তারাও নরপশুদের অন্তর্ভূক্ত । যাদের কোন ধর্মবোধ, নৈতিক চেতোনা ও চরিত্রবল নেই, তারা এক পৃথক শ্রেণী । পাঞ্জাবী হোক আর বাংগালী হোক, এজাতীয় লোকের আচরণ একই হয় ।

-অধ্যাপক গোলাম আযম

বই: পলাশী থেকে বাংলাদেশ

পৃ: ২৬

বিষয়: বিবিধ

১৪৮৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341053
১১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্য মানা তাদের জন্য কঠিন।
ক্ষমতার গরমে অন্ধ তারা।
১১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫৯
282479
প্রবাসী যাযাবর লিখেছেন : ইতিহাস ইতিহাসই ।
তা কোন না কোন দিন উৎঘাটিত হবেই ।
আপনাকে ধন্যবাদ ।
341113
১১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
শেখের পোলা লিখেছেন : ১০০ভাগ সত্য ও সঠিক৷ মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে৷৷
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:১৮
282742
প্রবাসী যাযাবর লিখেছেন : এই সত্যগুলো মানুষকে জানাতে হবে
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:১৮
282743
প্রবাসী যাযাবর লিখেছেন : এই সত্যগুলো মানুষকে জানাতে হবে
341241
১২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:২৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


তিনি যথার্থ বলেছেন, সহমত

অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ..
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:২০
282744
প্রবাসী যাযাবর লিখেছেন : ওয়ালাইকুম সালাম
আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File