কষ্টি পাথরে জামায়াতে ইসলামী........

লিখেছেন লিখেছেন প্রবাসী যাযাবর ১৩ জুলাই, ২০১৫, ০৩:২৯:০১ দুপুর

ইদানীং অনেক প্রজ্ঞাবান(!) ব্যক্তিকেও বলতে শুনা যায় জামায়াত মোনাফেকদের দল ।

স্বাধীন দেশের স্বাধীন মতামত যে কেউ যার যার মত করে দিতে পারেন । কিন্তু আমি যতদুর জানি মোনাফেকদের কোন শত্রু নেই, বিশেষ করে ক্ষমতাসীন প্রগতিবাদিরা ইসলামের মুনাফেকদেরকে বেশ সমীহ করে চলে । কারণ তারা নিশ্চিত থাকে যে মুনাফেকদের দ্বারা আর যাই হোক অন্তত ইসলামী শাসন কায়েম হবে না । সুতরাং ইসলামী শাসন কায়েম না হলে তাদের মাথা ব্যথাও থাকার কথা নয় ।

তাহলে কি দাড়াচ্ছে ....!!!!

বাস্তবে আমরা কি দেখতে পাচ্ছি ? জামায়াতকে কি ধর্মনিরপেক্ষ বাদীরা, প্রগতিবাদীরা, ইসলামের দুশমনরা বন্ধু হিসেবে মেনে নিয়ে সোনাই সোহাগা করে রেখেছে ? নাকি দৌড়ের উপর রেখে জেল জুলুম অত্যাচার করে রাতের ঘুম হারাম করে দিচ্ছে ?

চিন্তা করে দেখেছেন কি ?

> জামায়াত নেতাদেরকে একে এসে ফাঁসি দিচ্ছে কেন ?

> শিবির সভাপতি কি যুদ্ধাপরাধী ছিল ?

> কেন আল্লামা সাঈদী জেলে ?

> হাজার হাজার জামায়াত/শিবির কর্মী এখন জেলে কেন ?

> হাজার হাজার জামায়াত/শিবির কর্মী এখন পঙ্গু কেন ?

> হাজার হাজার জামায়াত/শিবির কর্মী এখন ঘর ছাড়া কেন ?

> হাজার হাজার জামায়াত/শিবির কর্মী এখন ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া কেন ?

> হাজার হাজার জামায়াত/শিবির কর্মী এখন পিতামাতার স্নেহ থেকে বঞ্চিত কেন ?

> হাজার হাজার জামায়াত/শিবির কর্মী এখন স্ত্রী পুত্রের সান্বিধ্য থেকে বঞ্চিত কেন ?


জামায়াত যদি মোনাফেকদের দল হত তাহলে আজ ক্ষমতাসীনদের পাশের চেয়ারে বসা থাকতে তা বুঝার মত ঘিলুও কি আপনাদের নেই ।

আজকে আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে জামায়াতকে কোথাও দাড়াতেও দিচ্ছেনা, কথা বলতে দিচ্ছে না, আত্মপক্ষ সমর্থন করতে দিচ্ছেনা ।

কসাই কাদের হয়ে যাচ্ছে কাদের মোল্লা, দেলওয়ার শিকদার হয়ে যাচ্ছে আল্লামা সাঈদী । কেন এই ছলনার আশ্রয় ? কারন হল ছলে বলে কৌশলে জামায়াতকে আন্দোলন থেকে নিবৃত করা । জামায়াতের আন্দোলন কোরআন হাদিস ভিত্তিক হওয়ায় এ আন্দোলনকে শয়তান যেমন ভয় করে, শয়তানের চেলারাও তেমনি ভয় করে ।

অনেকে ইসলামে এত দল কেন, কোন দলটি সঠিক পথে আছে এ প্রশ্ন করেন । আমি আগে বলেছি আবার বলছি :

সঠিক দল নির্ণয় করার পদ্ধতি :

ইসলামের সঠিক দল চিহ্নিত করতে চাইলে প্রথমে ইসলামের শত্রু বা দুষমনকে চিহ্নিত করতে হবে । আল্লাহর জমিনে ইসলামী কায়েম হোক এটা কারা চায়না তাদেরকে খুজে বের করতে হবে । কারা কোরআনী শাসন কায়েমকে সর্বশক্তি দিয়ে বাধা দিবে তাদের চিনতে হবে ।

# ইসলামী শাসন চায়না এমন দলের/গোষ্ঠীর প্রধান শত্রুই হচ্ছে সঠিক ইসলামী দল ।

# ইসলামী শাসন চায়না এমন দলের/গোষ্ঠীর প্রধান শত্রুই হচ্ছে সঠিক ইসলামী দল ।

# ইসলামী শাসন চায়না এমন দলের/গোষ্ঠীর প্রধান শত্রুই হচ্ছে সঠিক ইসলামী দল ।


আবার অনেক ইসলামী দল আছে যারা হাল আমলে ইসলামী শাসন চায় । লক্ষ্য করলে দেখবেন তাদের ইতিহাস কিন্তু বেশী দিনের নয় । একসময় তারাও ইসলামে রাজনীতি নেই নেই বলে গলা ফাঁটিয়েছে । শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীকে নিবৃত করতে না পেরে তারা নিজেরা দল ফেদে বসেছে যাতে সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করতে পারে । মূলত তারা ঐসব প্রগতিবাদীদের এজেন্ডাই বাস্তবায়ন করে যাচ্ছে । অর্থাৎ তারাও মূল ইসলামী সংগঠনের বিপক্ষে দাড়াবার প্রয়াস চালাচ্ছে ।

বিষয়: বিবিধ

১৪৫৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329803
১৩ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৩৩
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সঠিক কথাগুলোকে সুন্দর ভাবে উপস্থাপনের সুযোগ দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ
২৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
273664
প্রবাসী যাযাবর লিখেছেন : পড়ে মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ ।Good Luck
329809
১৩ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:১৭
শেখের পোলা লিখেছেন : কারেক্ট৷
২৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
273665
প্রবাসী যাযাবর লিখেছেন : ধন্যবাদ ।
329843
১৪ জুলাই ২০১৫ রাত ১২:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
২৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
273666
প্রবাসী যাযাবর লিখেছেন : ধন্যবাদ ।
331461
২৫ জুলাই ২০১৫ রাত ০১:০৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : জামায়াতে ইসলামী আল্লাহর মকবুল দল, সন্দেহের অবকাশ নেই। ভুল-ত্রুটি থাকতেই পারে। ...ভালো লাগলো। আরো চাই, অনেক ধন্যবাদ..
২৫ জুলাই ২০১৫ দুপুর ০১:৩০
273789
প্রবাসী যাযাবর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।
আবার আসবেন আমার ব্লগ কুটিরে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File