রানাপ্লাজা ক্ষতিগ্রস্থরা কেমন আছে ? দোষীরাই বা কোথায় ?

লিখেছেন লিখেছেন প্রবাসী যাযাবর ২৪ এপ্রিল, ২০১৫, ০৩:০১:৪২ দুপুর

রানা প্লাজা ট্রাজেডির ২বছর পূর্ণহল । কিন্তু থামেনি আজও স্বজনহারাদের কান্না ।



রানাপ্লাজা নিয়ে নানান জনের নানা কথা শুনা যাচ্ছে,

লাশের টাকা লুটের মেলা *************************

রানা প্লাজা নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তহবিল নেই **************

জমা পড়েছে ১২৭ কোটি ৬৭ লাখ ৩৩ হাজার৩৪৯ টাকা *******

ক্ষতিগ্রস্তদের মাঝে ২২ কোটি ৯৩ লাখ ৫৮ হাজার ৭২০ টাকা সহায়তা দেওয়া হয়েছে

বাকী টাকা কই !!!

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার বৃহস্পতিবার দুপুরে কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে এই তথ্য জানান।

এ তহবিল থেকেই এ পর্যন্ত রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২২ কোটি ৯৩ লাখ ৫৮ হাজার ৭২০ টাকা সহায়তা দেওয়া হয়েছে। তাই এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

অথচ গত বছরের ১৪ জুলাই জাতীয় সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানিয়েছিলেন, রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা পড়েছে ১২৭ কোটি ৬৭ লাখ ৩৩ হাজার ৩৪৯ টাকা।

বাকিটাকা গেলো কই !!!!

রানাপ্লাজা ট্রাজেডিতে অনেক অনলাইন এক্টিভিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন । আমার কয়েকটি ফেসবুক ক্যাপসন ছিল নিম্নরূপ :











রানাপ্লাজা ট্রাজেডি নিয়ে আজকে জনমনে অনেক প্রশ্ন, দোষীরা কতটুকু শাস্তি পেয়েছে । ক্ষতিগ্রস্থরা পর্যাপ্ত ক্ষতিপূরণ পেয়েছে কিনা ............ ইত্যাদি ।

Good Luck রানাপ্লাজায় হতাহতদের ক্ষতিপূরনের কতদূর ???

Good Luck রানা প্লাজা ট্রাজেডি: এখন থামেনি স্বজনহারাদের কান্না

Good Luck রানা প্লাজা ট্র্যাজেডির দুই বছর: ভোক্তভোগীদের সহায়তায় তালবাহানা

বিষয়: বিবিধ

১৫৩০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316632
২৪ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:১৮
হতভাগা লিখেছেন : এপোলো হাসপাতাল আবার কি সমস্যা করছে ?

এরা তো গরীবদের চিকিতসা দেবার জন্য বাংলাদেশে আসে নি । যাদের টাকা আছে তারা এখানে এফোর্ট করতে পারে , আর যাদের নেই তারা কেন খামাখা সেখানে যায় ?

316634
২৪ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:১৯
316645
২৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:০১
খান জুলহাস লিখেছেন : প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা মনে হয় তারেকের কাছে!!
316664
২৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১৪
শেখের পোলা লিখেছেন : সব প্রশ্নের উত্তর হয়না৷ ধৈর্য ধরুন৷ দেরীতে হলেও চেষ্টা করা হবে খুঁজে বার করার৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File