শিক্ষার্থীর ভ্যাট
লিখেছেন লিখেছেন প্রবাসী যাযাবর ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৪৯:০৮ রাত
শিক্ষার্থীর ভ্যাট
---------------------
হে শিক্ষা
তুমি নাকি হয়েছ পণ্য,
তোমাকে কিনতে গিয়ে
আমি, হয়েছি নগন্য।
তোমার জন্য দিতে ভ্যাট
আমার হয়েছে মাথা হ্যাট।
ভ্যাট দিবনা যেই ছেড়েছি বুলি
অমনি আমার পাঁজরে
লেগেছে গুলি।
ভ্যাটে কিনে পণ্য করি এই পণ
ব্যবসায় মুনাফায় তুলব মূলধন।
বিষয়: বিবিধ
১১৯৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভ্যট দিবনা যেই ছেড়েছি বুলি
অমনি আমার পাঁজরে
লেগেছে গুলি।
ভ্যাট তারা দেবেনা।
আসুক যত বুলেট গুলি
ছাত্র সমাজই আসল শক্তি।
মন্তব্য করতে লগইন করুন