ভ্যাট

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৩২:৩৮ রাত



পড়তে হলে দিতে হবে ভ্যাট

নয়তো উনাদের ভরবে কেমনে পেট।

উনারা এখন করেন দাদাগিরী ,

করেছেন নতুন আইন জারি

ভ্যাট ছাড়া পড়া লিখা চলবে নাহি।

কিন্তু উনারা ভুলে গেছে ,

ছাত্র সমাজ জাগলে পরে ,

অনেক কিছুই করতে পারে।

সচেতন সমাজ জেনেগেছে ,

সরকারী বেতন বেড়েছে ,

হবে প্লাস ছাত্রদের এই ভ্যাটে।

পণ্য নয় পড়া লিখা ,

ছাত্র সমাজ পণ করেছে

ভ্যাট তারা দেবেনা।

আসুক যত বুলেট গুলি

ছাত্র সমাজই আসল শক্তি।

বিষয়: বিবিধ

৯১৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340793
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:০৬
প্যারিস থেকে আমি লিখেছেন : ছাত্র সমাজ !!!
১০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
282344
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আজকের ছাত্র সমাজ আর পূর্বের ছাত্র সমাজ এক নয় বলেই এই হাল
340802
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:২৮
শেখের পোলা লিখেছেন : তাই বললেকি হয় খোকা৷ সব জিনিষের দাম বেড়েছে৷ ওনাদের তো সমাজে চলতে হয়৷ ওনারাতো আমাদের মত সাধারণ মানুষ না৷ ঘিদুধ বেশী করে না পেলে ব্রেন কাজ করবে কেন? বৈঠকে বসলে প্রতি জনের জন্য আড়াই হাজার প্রতিদিন লাগে৷আমরা নাদিলে পাবে কোথায়?
১০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
282345
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার কথা সঠিক ভাই। আমাদের ছাত্রদের অবস্থান দেখেন নিজেদের সমস্যা তাই আজ মাঠে কিন্তু জাতিগত সমস্যার সময় ওরা আড্ডায় ব্যস্থ।
340833
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:২২
আবু জান্নাত লিখেছেন : এখন মরতে ভ্যাট লাগে না, আমার মনে হচ্ছে, কয়দিন মরতেও ভ্যাট লাগবে।
১০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
282346
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অপেক্ষা করেন হয়ে যাবে আইন
340861
১০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৫৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
১০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
282347
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ওয়ালাইকুম সালাম ,ধন্যবাদ
340923
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:২৬
হতভাগা লিখেছেন : Tit for Tat

শিক্ষা for VAT
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০০
282401
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Applause Applause Applause
340947
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভেট ও নিবে ভ্যাট ও নিবে!
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০৪
282402
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সৈরাচার বলে কথা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File