নাস্তিকদের প্রতি আওয়ামীলীগের একচোঁখা নীতি:

লিখেছেন লিখেছেন প্রবাসী যাযাবর ০৪ এপ্রিল, ২০১৩, ১০:১০:২৩ রাত

নাস্তিকদের প্রতি আওয়ামীলীগের একচোঁখা নীতি:



আওয়ামীলীগ ক্ষমতার শুরুর দিকেও এত কট্টর ভাবে ইসলামের বিরুধীতা করেনি । এমনকি বিদেশেও কেউ আল্লাহ, রাসূল ও কোরআনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করলে তার প্রতিবাদ করেছে । কিন্তু ক্ষমতার মাঝামাঝি সময় থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনার আশেপাশে কিছু বেওয়ারিশ শিকড় বিহীন নাস্তিক এমন ভাবে লেপ্টে থাকে যে একে একে ইসলামের উপর ও ইসলামী ব্যক্তিত্বের উপর আঘাত করতে থাকে । এমন কি এদেশের আপামর মুসলিম জনতার দীলে আঘাত দিয়ে সংবিধান থেকে আল্লাহর নাম সহ ইসলামের মৌলিক বিষয় নিচ্ছিন্ন করার জন্য আইন পর্যন্ত করে । ধর্মহীনতার নির্লজ্জ্ব এই আইন পাশ করতে মুসলমান নাম ধারী আওয়ামী এমপিরা কণ্ঠ ভোটে বা হাত তুলে সমর্থন জানিয়ে সহযোগিতা করেছে । তখন ভূলেও ভাবেনি যে এই সব ইসলাম বিরুধী আইন আওয়ামীলীগের জন্য একসময় কাল হয়ে দাঁড়াবে । তখন জামায়াতের কথা কেউ আমলে নিতে চেষ্টা ও করেনি । কারণ জামায়াত কে যুদ্ধাপরাধী নামের অপবাধে লাগাম পরিয়ে দৌড়ের উপর রেখেছিল এই নাস্তিক্যবাদী সরকার । নাস্তিকদের দৌরাত্মা যখন এমন পর্যায়ে পৌছে যে ঈমানদারেরা মুখবুঝে থাকাটা নিজ নিজ ঈমানের উপর প্রশ্নবোধক হয়ে দাঁড়ায় তখনই সকলের টনক নড়ে । এই সরকার জুমারদিনে জাতীয় মসজিদে তালা পর্যন্ত মেরেছে । বোগলের নীচে রাজাকারদের লুকিয়ে রেখে বাইরে গিয়ে রাজাকার খুজে । আইনী প্রকৃয়াকে করেছে -’’আমার গরু আমি দরকার হলে পাছা দিয়ে জবাই করবো, কারো বলার অধিকার নেই ’’ অবস্থা । সিদকার কে সাইদী আর কসাই কে মসাই বানিয়েই বুক ফুলিয়ে চালিয়ে যাচ্ছিলো প্রী-স্টাইলে স্বৈরাচারী কার্যক্রম । শত শত মানুষকে গুলি করে মেরে ফেলার পরও আরো শত শত মানুষকে পঙ্গুকরে ছেড়েছে । ক্ষমতার জন্য মানুষ পাগল হয় জানি, কিন্তু এভাবে অন্ধ পাগল হতে কখনও দেখিনি । পুলিশকে হুকুম দেয়া হয়, হয় গুলি কর , নাহয় চাকরী ছাড় । চার পাঁচ তালা বিল্ডিং এর উপর থেকে ধাক্কা মেরে মেরে মানুষ হত্যা করা হয় । থানায় ধরে নিয়ে এক হাত ব্যবধান থেকে সরাসরি ওয়ান সুট গুলি করা হয় । কি আজিব ব্যাপার ।

অত:পর শাহবাগ সৃষ্টি করে ইসলামের উপর নতুন করে ওপেন আঘাত করার লাইসেন্স দেয়া হয় । নাস্তিকদের জামাই আদরে পুলিশী স্কোয়াড দিয়ে রাখার ঘোষণা দেয়া হয় । অত:পর দিনে ঢোল-তবলা, রাতে একেবারে খোলামেলা । ওদের রাতের নোংরামী সিসি ক্যামরা থেকে ডিলেট করতে রাজি হয়নি বলে কন্ট্রোল রুমের পুলিশকে পর্যন্ত হত্যা করলো ওরা । শাহবাগের আবেগী অতিউৎসাহী নাস্তিকদের জাগরণকে আওয়ামীলীগ দলীয় ফায়দা লোটার ফন্দি করলো আর সেটাই হলো আওয়ামীলীগের জন্য কাল । ভারতের চাওয়া পাওয়ার সাথে দেশীয় নাস্তিকদের মিল খুজতে গিয়ে দলটি বিশাল এক জনসমর্থনকে হারালো যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হয়েই জীবন কাটাতে চাই । আজকে নাস্তিকেরা পালাবার পথ খুঁজে বেড়াচ্ছে । সরকারও ওদেরকে আর সরাসরি সমর্থন দিতে সাহস পাচ্ছে না । আপামর জনতা জেগে উঠেছে, এগিয়ে এসেছে আল্লামা আহমদ শফী সহ আরো মান্যবর আলেমেরা । জালিম শাহীর ক্ষমতার মসনদ আজ নড়ে উঠেছে । নাস্তিকদের প্রতি একচোঁখা নীতিই আজ আওয়ামীলীগের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে ।

-Probasi Jajabar..[4.4.13]

Good Luck ১৩ দফার দাবী আদায়ের লং মার্চে অংশগ্রনণ কারীদের জন্য ১৪টি পরামর্শ

বিষয়: বিবিধ

১৬৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File