ওহে বীর
লিখেছেন লিখেছেন এস আর চৌধুরী ০৪ এপ্রিল, ২০১৩, ১০:০৬:২৪ রাত
ওহে বীর!
কখনো হইও না ধির,
ডরিও না কভু বুলেট বোমা,
কিংবা ধারালো তীর ।
আসুক সমূখে প্রতিরোধ যতো,
বেড়ে যাবে গতি, শক্তি ততো,
সত্যের জয় রুধিবে কেহে,
আছে বাহাদুর কয় খানা ।
দমে যাবে সব মিথ্যার দল,
কমে যাবে সব অসত্য বল,
আছে আমাদের সব জানা।
বিষয়: বিবিধ
৯৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন