Good Luck বসন্তের রুপ Rose

লিখেছেন লিখেছেন নবীণ ধুমকেতু ১০ মার্চ, ২০১৩, ০৯:৫০:৩৮ রাত



তুমি কি দেখেছ বসন্তের হৃদয় রাঙানো ফুল

দেখেছ শিমূল পলাশের ফুলে রঙীন পাখি,

জুড়ায় প্রাণ দেখে অফুরান তৃপ্ত হবে আঁখি।

তুমি কি দেখেছ বুণো প্রান্তরে বসন্তের স্বরুপ

দেখেছ মায়া ভরা রুপসী বাংলার রুপ ?



দেখেছ কি ফুলে ফুলে পাখ-পাখালীর খেলা

দেখেছ ঝোপ-ঝাড়ে নবীণ ফুলের মেলা ,

তুমি কি শুনেছ কোকিল কন্ঠে মধুর কলতান

দেখেছ পাল তোলা নায়ে মাঝির আপণ সুরে গান।



তুমি কি পেয়েছ আম মুকুলের আকুল করা ঘ্রাণ

দেখেছ কি মেঠো পথের পলাশ রাঙা প্রাণ,

দেখেছ বন-বাগানে তরু লতায় সবুজ কুঁড়ির দেখা

স্বপ্নের আল্পণা সত্যি হয় দেখে প্রকৃতির রুপ রেখা।



তাইতো নাড়ির টানে বাধাঁ প্রিয় জন্মভূমি

এমন সরল মধুর দেশ কোথায় পাবে তুমি ?

বিষয়: সাহিত্য

২৩৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File