Good Luck তোমরা কি শোকাহত ?

লিখেছেন লিখেছেন নবীণ ধুমকেতু ০৭ মে, ২০১৩, ০৯:৩২:৪৪ রাত



তোমরা কি শোকাহত ?

শোক তো তাদের জন্য যারা মরে যায় ,

আমিতো শোকাহত নই শুধু হৃদয়ে রক্তক্ষরণ বয়ে যায় ।

তোমরা কি ভেবেছ ওরা মরে গেছে ?

মরেতো সকলেই ওদের মরণ বীর শহীদের বেশে ।

তোমরা কি ভেবেছ ইসলামী জাগরণ হবে স্তব্দ ?

গণহত্যা বুলেটের আঘাতে সত্য কি মৃত হবে ,

বাংলার প্রান্তরে মুসলিম অন্তরে এ জাগরণ জেগে রবে ।

তোমরা কি ভেবেছ ইবলিশের জয় হয়েছে ?

যুগে যুগে ইবলিশ এভাবেই ধোকা দিয়েছে,

ইসলাম সত্য মুক্তির পত্র ঈমানেরই বিজয় হয়েছে ।

তোমরা কি এ থেকে শিক্ষা নিবে না ?

আল্লাহ রাসূল প্রেমে জীবণের বিবেচনা হবে না ,

রক্তে রঞ্জিত সবুজ বাংলা ইসলাম বিনে রবে না ।

মুসলিম ভাই এখনও কি এক হবে না ?

অত্যাচারের সীমানা পেরিয়ে নমরূদ ফেরাউন যেথা হার মানে,

এসো মুসলিম এক পতাকা তলে আল্লাহ রাসূল শানে । ... ...

-বল তাকবীর,আল্লাহু আকবার

বিষয়: বিবিধ

১৫৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File