সুরা ইয়াসীনের শেষ সাত আয়াতের অর্থ.........

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৭ মে, ২০১৩, ০৯:৩৮:১৮ রাত



সুরা ইয়াসীনের শেষ সাত আয়াতের অর্থ.........

মানুষ কি দেখে না যে, আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে? অতঃপর তখনই সে হয়ে গেল প্রকাশ্য বাকবিতন্ডাকারী। (সুরা-ইয়াসীন-আয়াত-৭৭)

সে আমার সম্পর্কে এক অদ্ভুত কথা বর্ণনা করে, অতচ সে নিজের সৃষ্টি ভূলে যায়। সে বলে কে জীবিত করবে অস্থিসমুহকে যখন সে গুলো পচে যাবে? (সুরা-ইয়াসিন-আয়াত-৭৮)

বলুন যিনি প্রথম বার সেগুলোকে সৃষ্টি করেছেন, তিনিই জীবিত করবেন। তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত। (সুরা-ইয়াসীন-আয়াত-৭৯)

যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন করেন। তখন তোমরা তা থেকে আগুন জ্বালাও। (সুরা-ইয়াসীন-আয়াত-৮০)

যিনি নভোমন্ডল ও ভুমন্ডল সৃষ্টি করেছেন, তিনিই কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? হাঁ তিনি মহাস্রষ্ট্রা সর্বজ্ঞ। (সুরা-ইয়াসীন-আয়াত-৮১)

তিনি যখন কোন কিছু করতে ইচ্ছে করেন, তখন কেবল তাকে বলে দেন 'হও' তখনই তা হয়ে যায়। (সুরা-ইয়াসীন-আয়াত-৮২)

অতএব পবিত্র তিনি, যাঁর হাতে সবকিছুর রাজত্ব এবং তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে। (সুরা-ইয়াসীন-আয়াত-৮৩)

আসুন প্রতিদিন অর্থসহ কুরআন তেলোয়াত করি। কুরআন ও সুন্নাহর আলোকে জীবনকে পরিচালিত করি। তাহলেই শান্তি আসবে।

বিষয়: বিবিধ

১৭৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File