Rose মা তুমি বলোতো...

লিখেছেন লিখেছেন নবীণ ধুমকেতু ১২ মে, ২০১৩, ০৯:১২:৩৪ রাত

ভীষণ ঝড় বইছিলো,রাতের আধারে মা তুমি জড়িয়ে রেখেছিলে

কালবৈশাখী জলোচ্ছাস যেন দানব সেজেছিলো দুয়ে মিলে,

মনে পড়ে মা অজানা ভয়ে চুপটি করে আমি ছিলাম

তুমি জপছিলে আল্লাহ রাসূল দোয়া কালাম,

এখনও তুমি জড়িয়ে রেখেছো তোমারি মমতাময়ী বশে

মা তুমি বলোতো ওরা কেন ডাকে তোমায় একটি দিবসে !

আমি তোমাকে কত ভালোবাসি মা তুমি জানো ?

বলতো মা তোমার তুলনা কি কভু হবে,

তুমি যে মা, তাইতো তুমি প্রাণের স্পন্দনে অনুভবে ।

তোমাকে নিয়ে দিবস করে গল্প লিখে সৃতির পাতা থেকে

আকে স্বপ্ন আল্পনা জীবনের বাস্তবতা শিখে,

তুমি আমার কত মধুর যদি তা দেখানো যেত

মায়ের আদর কি লিখা যায় মা তুমি বলোতো ...?

বিষয়: বিবিধ

২০৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File