--- চরমপত্র ---
লিখেছেন লিখেছেন নবীণ ধুমকেতু ১১ নভেম্বর, ২০১৩, ০৯:৫০:০৭ রাত
ভয়ঙ্কর অগ্নি শিখা বহ্নি নয়নে বন্দি
মিথ্যা যেন বাংলার বুকে গড়েছে নিবাস সন্ধি,
সত্যের বনবাস অন্যায়ের অভিলাষ
ক্রোধানল তাই অণলসম শেষ দীর্ঘশ্বাস ।
মহা ব্যর্থতার প্রলয় ত্রাস গড়ছে শহীদ বীরের লাশ
রক্তাক্ত বাংলার প্রান্তরে আজ ক্ষতাক্ত হৃদয়ের বাস,
সংখ্যা গরিষ্ঠের মুসলিম যেন সংখ্যা লঘুর দল
চেতনাহীন বোধ শক্তি নেই মুক্তি মনোবল,
অত্যাচারের খড়গ নেমেছে লাল সবুজের বুকে
নিস্পেশিত মুমিন কাঁদে পর্বতসম শোকে ।
কে দেখাবে বল পথহারা মুসলিম পাণ্জেরীর দল
দুলোক গোলক ভূলোক খুজে কোথায় পাবি ফল ?
মুলে সমূলেই লক্ষ্যচু্্যত কারন বিভেদ ছল ।
ধর্মদ্রোহী নাস্তিকেরা মসনদে রয়েছে চড়ে
মুমিনের রক্তে বাইছে তরী ক্ষমতাধরের ভরে,
দানব রুপী উন্মাদ এরা তিমিরে রক্ত চোষা
ধর্মহীন চরম বিদ্বেষী মোনাফেকী ভাষা,
নিয়তির কেন এই পরিহাস ওদ্বত্য উগ্র আচরন
সত্য সভ্যে শিকল বেরী,অসভ্যের মুক্ত সমীরণ ।
ইসলামের পবিত্র বাণী যাদের আদি বর্বর যুগ
নিরপেক্ষের আচ্ছাদনে খোজে বিদ্বেষপূর্ণ সুযোগ,
এরাই স্বার্থপর, অর্থ সম্পদ নারী খেকো সর্বভুক
ক্ষমতার ধাম্বিকতায় উন্মাদ এরা নাস্তিক যোৎচোর ।
গণতন্ত্রের ছদ্দাবরনে বিবেক মণুষ্যত্বহীন জিন্দালাশ
খোদাদ্রোহী পাপিষ্ঠের সাথে এদের দিন রজণী বাস,
সর্বগ্রাসী সর্বনাশী উন্মাদিনীর ঈমাণ ধংশী ফরমান
ভুলে কি যাবে পথিক, তুমি সত্যের,চিরণ্জীব বিজয়ী ইসলাম ।
ভুলে কি যাবে চরম ব্যর্থতা,গণহত্যা বীর সেণাদের অকাল মরণ
চাইবে না কি বিচার তুমি নাকি স্বরবে দিবস স্বরণ,
যে মনুষ্যত্বে কভু ধর্ম নেই,ইসলাম যাদের পশ্চাৎ তিক্ত
হে মুসলিম ভুলোনা ওদের চতুরতায় গরল সরলে মুগ্ধ,
এ কভু নয়কো স্তুতি দিবালোকের সত্য মাত্র
কোটি প্রাণে স্পন্দিত তেজস্যি বিকিরন এই চরমপত্র । ...
বিষয়: বিবিধ
১৫২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন