Good Luck আমার দেশ

লিখেছেন লিখেছেন নবীণ ধুমকেতু ১৫ জুলাই, ২০১৩, ১০:২৮:১৩ সকাল

আমার দেশ

সকল মিডিয়ার উন্মাদ মহোৎসবে

সূক্ষ চক্রান্তের সাহাবাগ হলো প্রান্তর,

সত্যের মশাল জ্বেলে দৃঢ়তার প্রত্যয়ে

মিথ্যের মুখোশ খুলে দেখালে সত্যের অন্তর ।

সস্তা প্রচার আর তারুণ্যের উশৃঙ্লল হাওয়া

দেশের জন্যেই করেছ ত্যাগ গড়েছ দেশের জন্যই পাওয়া,

শত আক্রোশে জীবন নাশে প্রতীয়মাণ তুমি বীর

আমার দেশেই তুমি আমারদেশ কোটি হৃদয়েই নীড় ।

বাকশালী আত্ম চিৎকারে প্রকম্পিত চত্তর

ইসলাম বিদ্বেশী নাস্তিক তরুণ হৃদয়ে ভর,

রাজাকার ভয়ে ভীতু যখন আমলা দল মত

আমার দেশ তুমি লিখে চলেছ দেশ মুক্তির পথ ।

প্রদীপ জ্বালিয়ে খেমটা নেচে বলছে প্রজন্ম যুদ্ধ

মুক্তি যুদ্ধের কষ্ট চেতণাকে ভেবেছে আলু সিদ্ধ,

মহা ব্যর্থতার মহা ঢাল সম আজ শাহবাগী তরুণ

গনতন্ত্রের কন্ঠরোধ ফল বইতে হবে করুণ ।

আমিও তরুণ তবু অশ্রু ঝড়ে তোমার কলাম পড়ে

তোমার সাহসিকতায় গর্জে উঠি আশায় যে বুক ভরে,

ভয় নাই তোমার ভয় নাই

নিঃশেষে প্রাণ বলেছ তুমি করিবে দান,

যতদিন রবে সবুজ বাংলা ইসলাম চেতনার রেশ

ততদিন রবে কোটি হৃদয়ের নির্ভীক আমার দেশ ।

বিষয়: বিবিধ

১৫৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File