৫ ই মের কালো রাত্রি
লিখেছেন লিখেছেন তায়িফ ০৭ মে, ২০১৩, ০৯:৩১:২০ রাত
২৫ শে মার্চের কালো রাত্রিতে যারা জীবন দিয়েছিল বাচাতে বাঙ্গালী।
৫ ই মের কালো রাত্রিসেই বাঙ্গালী পুলিশ গুলিতে মারিল হাজার বাঙ্গালী।
পাকিস্তানী হানাদারদের রুখিতে যারা রাজারবাগে জীবন দিয়ে গড়েছিল প্রতিরোধ
সেই বাঙ্গালী পুলিশ গুলি চালাল রাঙ্গাতে বাঙ্গালী ভাইয়ের বুক।
ব্রিটিশ মেরেছে পাকিস্তানী মেরেছে, ওরা ছিল বিদেশী হায়না
তোরা কেন গুলি চালালি কি তোদের বায়না।
২৫ শে মার্চের কালো রাত্রিতে যারা জীবন দিয়েছিল বাচাতে বাঙ্গালী।
২৫ ই মের কালো রাত্রিসেই বাঙ্গালী পুলিশ গুলিতে মারিল হাজার বাঙ্গালী।
আমার ভাইয়েরা ক্ষমতা চায়নি ,ওরা তো চায়নি রাজ সিংহাসন।
ওরা শুধু চেয়েছে ১৩ দফা নিরস্ত্র হাতে।
আল্লাহ নবীর ইজ্জত বাচে যাহাতে
ওরে পুলিশ তোরা তো ব্রিটিশ ছিলে না, ছিলে না পাকিস্তানী হায়না।
তবু কেন আমার ভাইকে মারিলে কি ছিল তোদের বায়না।
২৫ শে মার্চের কালো রাত্রিতে যারা জীবন দিয়েছিল বাচাতে বাঙ্গালী।
২৫ ই মের কালো রাত্রিসেই বাঙ্গালী পুলিশ গুলিতে মারিল হাজার বাঙ্গালী।
যেই কোরান বাচাতে ঢাকা এসেছিল ওরা জীবন নিয়ে হাতে
সেই কোরান পুরানোর মিথ্যা অপবাদ নিয়ে গিয়েছে ওরা শাহাদাতের পথে।
২৫ শে মার্চের কালো রাত্রিতে যারা জীবন দিয়েছিল বাচাতে বাঙ্গালী।
২৫ ই মের কালো রাত্রিসেই বাঙ্গালী পুলিশ গুলিতে মারিল হাজার বাঙ্গালী।
বিষয়: বিবিধ
১৩৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন