অপেক্ষা

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১০ মার্চ, ২০১৩, ০৯:৩৮:৪১ রাত

জ্যৈষ্ঠের খরতাপে যে ভাবে মাঠ ফেঠে চৌচির হয়ে যায়

আষাঢ়ের অপেক্ষায় প্রকৃতির মাঝে যে তৃষ্ণা জন্মলয়

তোমার বিরহে আজ আমার হৃদয়ও ফেটে চৌচির হয়ে গেছে

তোমাকে কাছে পাওয়ার এক অসম পিপাসা আজ আমার মাঝে!

তোমরি বিরহে আজ আমারি দু’চোখে কত শ্রাবণধারা যে ঝরছে ।

তুমি আসনি- আমাকে ভালবাসনি!

অথচ ভাদ্রের শীতল হাওয়া গায়ে পরশ দিয়ে যাচ্ছে

ঘাসের বুকে শিশির কণারাও ঝরছে।

সাদা শাড়ি পড়া তুমি পুকুর পাড়ে !

আমি ছুটে গিয়ে দেখি- সে তুমি নও আমি করেছি ভূল

সেতো হাওয়ায় দোলা শরতের সাদা কাশফুল!

আশ্বিনের মাঠে সবুজ ধানে সোনালী রঙ ধরেছে

সে ধান দেখে কৃষাণেরা নতুন আশায় বুক বেঁধেছে

এ মনও তোমাকে পাওয়ার এক নতুন স্বপ্ন বুনছে।

কার্তিকে সে ধান পাকতে লাগল

আমিও মনের গহিনে বুনা স্বপ্নখানা যতনে লালন করে চললাম।

অগ্রহাযণ এলো!

কৃষাণেরা পাকা ধান ঘরে তোললো-

মৌ মৌ গন্ধে মাতোয়ারা সারা গ্রাম।

তুমি আসবে ভেবে আমি রেখেছি ঘর সাজিয়ে, হলুদ গাদায় মালা গেঁথে।

অথচ তুমি আসনি- আমাকে ভালবাসনি!

তার পর পৌষ এলো !

গাছের পাতারা সব ঝরতে লাগলো

মনের গহিনে সাজানো স্বপ্ন খানা ও ভেঙ্গে গেলো!

মাঘের রাত আমি বাইরে ছুটে গিয়ে দেখি-

সে তুমি নও, আমি ভূল করেছি।

সেতো জ্যোৎস্না ঝরা রাতি কুয়াশার শাড়ি পরা প্রকৃতি!

এখন ফাগুন

নতুন রঙে রাঙালো ভুবন, প্রকৃতিরা নতুন সাজে সাজলো

চৈত্রের কোকিল এসে মধুর সূরে গাইলো

আমি নির্বাক হয়ে এ সব দেখছি, আনমনে কোকিলের গান শুনছি

আর তোমার অপেক্ষায় প্রতীক্ষার প্রহর গুনছি।

অবশেষে বৈশাখ এলো

অপেক্ষার বারটি মাস কেটে গেলো তবু তুমি আসনি!

আমি এখনো দু’হাত বাড়িয়ে আছি-

কবে তুমি আসবে? আমাকে ভালবাসবে।

বিষয়: সাহিত্য

১৮৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File