Good Luck চিঠি

লিখেছেন লিখেছেন নবীণ ধুমকেতু ০৭ মার্চ, ২০১৩, ০৮:৫০:২৫ রাত



ভালো আছি মা আমি ,

তোমার দোয়ায় উচ্চ শিক্ষিত হয়েছি আমি

জীবনের স্বপ্ন গুলো সাজবে যেমন দেখেছ তুমি !

তোমার মনে পড়ে মা তুমি বলতে

খোকা সত্য পথে চলবি সদা সত্য বলবি,

ইসলাম হৃদয়ে স্বরবি আর দ্বীনের পথে চলবি।

আমার মনে পড়ে মা তুমি বলেছিলে

দুর আকাশ পানে এক স্বপ্নিল ক্ষণে আমায় দেখেছিলে,

গর্ব করে বলতে তোমার ছেলে হবে

মুমিন আর সত্য ন্যায়ে ঠিক প্রতিষ্ঠিত রবে !

আজ কেন আতঙ্কিত তুমি ?

কেন উৎকন্ঠায় কাটে মা তোমার দিবা রাত

তোমার ছেলে করেনা রাজনীতি হয়না কারও বাঁধ,

মা তুমি বলো তবে স্বাধিণতার এ কেমন স্বাদ ?

দাড়ি আছে বলে কেন দুশ্চিন্তা হয় তোমার

তোমার ছেলে মসজিদে যায় বলো রাত্রিতে না যাবার ?

আমার ভাইয়ের রক্ত দেখে কেন বিষন্ন হও তুমি

সোণালী অতীতের সুদিনের কথা ভুলিনিতো মা আমি।

চারিদিক আধাঁর যেন স্তব্ধ বুঝি সময়

ইসলাম সত্যের বাণী বললে মুক্তি চেতনাহীন হয়,

আমিতো সেই পথিক যেথায় সত্য নবীণেরা রয়

আল্লাহ রাসূলের বিধান প্রাণে তবে কিসে তোমার ভয় ।

মা তুমি কারবালার কথা বলতে নিখুত মনে

বলতে ইসলামের জন্য শহীদ ওরা জনে জনে,

গল্প বলতে মুক্তি যুদ্ধের বিভীষীকাময় সে ক্ষণ

বলতে স্বাধিণতার জন্যে যোদ্ধাদের জীবণ মৃত্যু পণ।

আজ বাংলায় ইসলামের কঠিন ক্রান্তিকাল

শহীদের মিছিলে গড়ছে মা মুক্তি আলোর সকাল,

স্বাধিণতার যুগান্তর পেরিয়ে সেজেছে নতুন বিভেদ

এ কোন চক্রান্তে রক্তাক্ত মানবতার প্রান্তর,

ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তির পরশ যেন ছুয়ে যায় অন্তর

দোয়া কর তুমি মা,

তুমি ভালো থেকো প্রিয় " মা "... ...

বিষয়: Contest_mother

১৫২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File