কেন আবার আসলাম!!!
লিখেছেন লিখেছেন সাইফুল্লাহ আরাফাত ০৭ মার্চ, ২০১৩, ০৮:৪৮:৩১ রাত
সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আরো শুভেচ্ছা জানাচ্ছি বিডিটুডে ব্লগের এডমিন, মডারেটর ভাইদেরকে। আমি অনেক দিন ধরে কাঁচা হাতে মোটামোটি-টুকটাক যা লিখতাম সোনার বাংলা বন্ধ করে দেওয়ার পর হতে একদম ছেড়ে দিয়েছিলাম কিন্তু মনের মধ্যে সব সময় আকাঙ্কা থাকত কোন ব্লগে আবার লেখালেখি করব। তাই সে রকম একটা ব্লগ খুজছিলাম। তার মধ্যে এপর্যন্ত অনেক ব্লগ পেয়েছি কিন্তু সে গুলোতে লেখালেখিতে মনপুত: হয়নি।
সে ব্লগ গুলোতে কোন লেখা লিখতে গেলে প্রথমে ছাগু উপাধিটা পেতে হয় তারপর লেখা লিখতে হয়। তাই বাধ্য হয়ে লেখালেখি করাটা ছেড়ে দিছি।
এরপর ট্রাই করেছি আমার ব্লগে। সেখানেও পেন্ডিং অবস্থায় আছি। কি আর করা!! পরে এক ভাইয়ের আমন্ত্রণে বিডিটুডে ব্লগে আজকে জয়েন করলাম। ঢুকেই অনেক ভাল লাগছে। কিছুটা সময় ভাল ভাল লেখা পড়ে কাটাতে পারছি।
যখন লেখালেখিটা বাদ দিয়েছিলাম, তখন একটা নিজেই সাইট খুলেছি। আপনারা ভিজিট করতে পারেন-http://www.findhelp24.com/
আমার আশা থাকবে এই ব্লগ তার মাধুর্যতা দিয়ে সব কিছুকে ঢেকে দিবে। সমস্ত ব্লগার ভাইদেরকে আবারো শুভেচ্ছা জানিয়ে এখানে সমাপ্তি করলাম। আল্লাহ হাফেজ,
ইনশা'আল্লাহ- আবার আসিব ফিরে, বিডিটুডে ব্লগের তীরে।
বিষয়: বিবিধ
১৩১০ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন