মা যে আমার সব

লিখেছেন লিখেছেন সত্যই সুন্দর ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৫৭:৩৫ রাত



মা যে আমার জীবন নদী

মা যে আমার সব,

মা যে আমার আঁধার ঘরে

পূণ্য ভরা নব,

মা যে আমার দোযখ-বেহেস্ত

মা যে আমার সূখ,

মা যে আমার আকাশ ছোঁয়া

জোছনা ধোয়া মূখ,

মা যে আমার ব্যাকুল করা

সাত সাগরের ঢেউ,

মা যে আমার হৃদয়পটে

নেই তূল্য কেউ।।

বিষয়: সাহিত্য

১৫০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File