চলে যাবো ছুটে
লিখেছেন লিখেছেন সত্যই সুন্দর ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৫৪:৪৫ সকাল
আকাশ পানে চেয়ে চেয়ে
ক্লান্ত আমি অবশ দেহে,
বলো মা তুমি কোথায় আছো
কোন তারকার মাঝে?
রাগ করেছো আমার প’রে
আমি যে তোমার দুষ্টু ছেলে,
জানো কি তুমি আগের মত
নেইকো আমি অধম,
সবাইকে ছেড়ে ক্লাসে আমি
হয়েছি এবার প্রথম,
তবুও বাবা হয়নি খুশি
নেইনি তুলে কোলে,
একা একা ড্রয়িং রুমে
বুক ভেসে যায় জলে,
খালামনি আদর করে
ডাকে না আর কাছে,
একা ঘরে আমায় রেখে
বাবার কাছেই থাকে,
একলা বেডে এপাশ ওপাশ
ঘুমে আসে না মোটে,
ভাবি আমি তোমার কাছে
চলে যাবো ছুটে।।
বিষয়: সাহিত্য
১৩৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন