মহাভাবনা
লিখেছেন লিখেছেন সত্যই সুন্দর ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৪৯:৫৭ সন্ধ্যা
শীত গেল শীত গেল শীত গেল গেলরে
কোকিলের কুহুতান কানে ভেসে এলোরে,
ফুলের সৌরভ যত ছড়ায়ে গেলরে
ভ্রমরের গুন্জন কানে ভেসে এলোরে,
দু‘কুল কাশবন ফুলে ফুলে সাদারে
সারিবাধা হাসগুলো জলে ভেসে গেলরে,
পাল তোলা নৌকা দুরে ভেসে চলেরে
নদীর কলতান কানে ভেসে এলোরে,
বাসন্তী রং শাড়ী পরে টিন-এজার চলেরে
দূর হতে তা দেখে যুবকেরা হাসেরে,
শীতের আমেজ নাই নাচতেছে মনরে
গ্রীষ্মের আগমণ কান পেতে শোনরে,
যেভাবে শীত গেল দিয়ে সবে ফাকিরে
বসন্ত চলে যাবে সদা বসে ভাবিরে।
বিষয়: সাহিত্য
১৫১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন