বিএনপি'র অবস্থা কি কবি নেইমুলারের সেই কবিতার মতো হতে যাচ্ছে?
লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৫১:৩০ সন্ধ্যা
শাহবাগের নাস্তিকদের সমর্থন সরাসরি সমর্থন জানাতে না পেরে বিএনপি'র বর্ষীয়ান (!) নেতারা যেভাবে নিজেদেরকে ওদের সপক্ষের প্রমাণ করতে গিয়ে উঠে পড়ে লেগেছে তাতে মনে হয় আওয়ামীলীগ আর বামেরাই তাদের প্রিয়জন। যদিও আওয়ামীলীগ মাঝে মাঝে আমাদের দু একজনকে কারাগারে নেয় কিন্তু আবারতো ছেড়েও দেয়। আওয়ামীলীগের যত আক্রোশ সব জামায়াতের প্রতি। তাই তাদের ওপর দিয়েই যাক। আমাদের তো আর সেভাবে কিছু বলছে না। আমরা হুদাই জামায়াতের পক্ষে কথা বলতে গিয়ে জনগনের (আওয়ামী জনগণ) বিরাগভাজন হতে যাব কেন?
বিএনপি'র এহেন অবস্থায় বিখ্যাত জার্মান কবির কবিতাটা খুবই মানানসই। তাই পাঠকদের উদ্দেশ্যে নেইমুলারের সেই কবিতাটি মনে করিয়ে দেওয়ার জন্য নিচে কবিতাটি দেওয়া হলো।
First They Came
প্রথম তারা এসেছিল
- Pastor Martin Niemoller
First they came for the Communists
And I did not speak out
Because I was not a Communist
Then they came for the Socialists
And I did not speak out
Because I was not a Socialist
Then they came for the trade unionists
And I did not speak out
Because I was not a trade unionist
Then they came for the Jews
And I did not speak out
Because I was not a Jew
Then they came for me
And there was no one left
To speak out for me
প্রথমে ওরা ইহুদীদের ধরতে এলো,
আমি কোনো কথা বলিনি;
কারণ আমি ইহুদী ছিলাম না।
এরপর তারা এলো কমিউনিস্টদের ধরতে,
তখনও আমি কথা বলিনি;
কারণ আমি কমিউনিস্ট ছিলাম না।
অতপর তারা শ্রমিক ইউনিয়নের লোকদের ধরতে এলো,
তবুও আমি কিছু বলিনি;
কারণ আমি শ্রমিক ইউনিয়নের কেউ ছিলাম না।
এরপর যখন তারা আমাকে ধরতে এলো,
তখন আমার পক্ষে কথা বলার জন্য কেউ আর অবশিষ্ট ছিল না।
বিষয়: বিবিধ
২৩৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন