রক্ত রক্ত রক্ত !
লিখেছেন লিখেছেন সত্যই সুন্দর ০১ মার্চ, ২০১৩, ১২:১৬:৫৩ দুপুর
রক্ত রক্ত রক্ত, ঝরছে কত রক্ত!
রাজপথে রক্ত, ধান ক্ষেতে রক্ত,
আগানে বাগানে মিটিং মিছিলে রক্ত শুধু রক্ত,
রক্ত দিতে এগিয়ে এল দেশ প্রেমিক আর ভক্ত।
ধোকা ধোকা ধোকা,
ধোকা দিয়ে বানাতে চাই আমাদেরকে বোকা।
যুদ্ধ যুদ্ধ যুদ্ধ বলে, যারা তুলেছে উচু থাবা,
ভেবেছে তারা বাংলার মানুষ বোকা এবং হাবা,
রক্তে ভেজা পতাকা আমার রক্তের স্বাধীনতা,
পরতে পরতে লেখা আছে বাংলা মায়ের কথা,
লাল সবুজের পতাকা নিয়ে করছে টানাটনি,
দেশের মাঝে ছড়িয়ে দিয়েছে হিংসা হানাহানি।
দিচ্ছে রক্ত, প্রয়োজনে আরো দিবে রক্ত,
কারন এরা নির্ভীক আর স্বাধীনতার ভক্ত,
আল্লাহ ছাড়া অন্য কারো করে নাকো ভয়,
বিপদ যতই আসুক ওরা সত্য কথা কয়,
গনতন্ত্রের ভীত যতদিন হবে না ভাই শক্ত,
তত দিন দেশ প্রেমিকরা দিয়ে যাবে রক্ত।
বিষয়: সাহিত্য
১১৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন