আমার স্বাধীনতা

লিখেছেন লিখেছেন সত্যই সুন্দর ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৫২:৪৯ রাত



রাজনীতি বুঝিনা, আমরা যে সাধারণ জনতা,

শুধু বুঝি লক্ষ শহিদের রক্তে রন্জিত স্বাধীনতা।

আমার স্বাধীনতা মুক্ত আকাশে উড়ন্ত বলাকা,

দূরন্ত বালকের হাতে লাল সবুজের পতাকা।

আমার স্বাধীনতা ভূলে যায় মা ছেলে হারানোর কাহিনী,

দেখবে সে কৃষক কৃষাণীর দু’চোখে আনন্দের ঝলকানি।

কিন্তু না না না...একি দেখছে সে!

রাজপথে বিশ্বজিৎ এর রক্ত,

রক্ত! না না কোথায় রক্ত?

হারিয়ে গেল বিশ্বজিৎ রেখে গেল ভক্ত।

ভক্ত! কোথায় ভক্ত?

বিবেক কি দিয়েছে নাড়া? এটা কি স্বাধীনতা?

কেন নয়?

আমার ভাই এর রক্তে রন্জিত,

আমার স্বাধীনতা!স্বপ্নের স্বাধীনতা!

শোষন শাসনে দেশের মানুষের বিষিয়ে উঠেছে প্রাণ,

জেগে উঠো যুবক,করো প্রতিবাদ হবে ভন্ডের অবসান।

একটি পতাকা ধরে রেখেছে বত্রিশ কোটি হাত,

এখনই সময়,এগিয়ে এসো হবে ওরা কুপোকাত।

আমার স্বাধীনতা কৃষক শ্রমিক মুজুরের মুক্তির গান,

বাংলার প্রতিটা মানুষ আবার ফিরে পাবে তার প্রাণ।

বিষয়: সাহিত্য

১৩৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File