আওয়ামীলীগ দলটি সম্পর্কে আমার বর্তমান অভিমত
লিখেছেন লিখেছেন শাফিউর রহমান ফারাবী ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:২৩:১৯ রাত
বাংলাদেশে হলুদ সাংবাদিকতা যে কোন পর্যায়ে গেছে তা আজকে আমি টিভির খবর দেখার মাধ্যমে বুঝলাম। আজকে জুম্মার নামাযের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লামের সম্মান ও মর্যাদা পুনরুদ্ধার করার আন্দোলন টা হয়েছে হেফাজত ইসলামের আহবায়ক হাট হাজারী মাদ্রাসার সম্মানিত মুহতামিম আহমদ শফীর ডাকে, চরমোনাইর পীরের ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন ও ক্বওমী মাদ্রাসা কেন্দ্রীক রাজনৈতিক দলগুলির আহবানে আজকে সকল মুসলমান অংশগ্রহন করেছিল। আজকের আন্দোলনে জামাত শিবির ছিল আবার তাবলীগ জামাতের ৩ চিল্লা দেয়া অনেক ভাইও ছিল। এমনকি বিএনপি ছাত্রদলের অনেক নেতা কর্মীও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লামের সম্মান ও মর্যাদা পুনরুদ্ধার করার আন্দোলনে শরীক হয়েছিল। খালি আওয়ামীলীগ ও বামপন্থী এই দলগুলির নেতা কর্মী ছাড়া আর সকল রাজনৈতিক দলের নেতা কর্মী আজকে জুম্মার নামাযের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লামের সম্মান ও মর্যাদা পুনরুদ্ধার করার জন্য মিছিলে অংশগ্রহন করেছিল। ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লামের সম্মান ও মর্যাদা পুনরুদ্ধার করার আন্দোলনে অংশগ্রহন করা তো দূরের কথা তারা আজকে আমাদের ৪ জন ভাইকে শহীদ করে ফেলেছে। কিন্তু দেশের সকল মিডিয়াতে বলা হচ্ছে জামায়াতে ইসলামীর ডাকে নাকি আজকে জুম্মার নামাযের পর মিছিল হয়েছে। মিডিয়া গুলি এত মিথ্যা কথা বলে কিভাবে ভাই ? ছি। ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের উচিত আজকে থেকে তাদের মুসলমান নামটি কেটে ফেলে তাদের নামের আগে নাস্তিক শব্দটা ব্যবহার করা। আজকে জুম্মার নামাযের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লামের সম্মান ও মর্যাদা পুনরুদ্ধার করার আন্দোলনে আওয়ামী লীগ সরকার আজকে যেইভাবে সাধারন মুসলমানদের উপর গুলি চালিয়েছে, আমাদের ৪ জন ভাইকে শহীদ করে ফেলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লাম কে গালিগালাজ কারী কুলাঙ্গার নাস্তিক ব্লগার গুলিকে এবং স্যামহোয়ার ইন ব্লগ, নাগরিক ব্লগ, আমার ব্লগ ও সচলায়তন ব্লগের এডমিনদের কে গ্যান ম্যান দিয়ে নিরাপত্তা দিয়েছে আমি আল্লাহ সুবহানাতায়ালার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাতায়ালা যেন এই আওয়ামীলীগ দলটিকে আর কোনদিন বাংলার জমিনে ক্ষমতায় না আনে। মুসলিম লীগ দলটি যেইভাবে বিলুপ্ত হয়ে গেছে আওয়ামী লীগ দলটিও যেন এইভাবে বাংলার জমিন থেকে বিলুপ্ত হয়ে যায়। বাংলাদেশের মানুষ এখন ২ ভাগে বিভক্ত। একদিকে মুসলমান আর একদিকে নাস্তিক। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লামের সম্মান ও মর্যাদা পুনরুদ্ধার করার আন্দোলনে অংশগ্রহন করেছে তারা হল মুসলমান আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লামের সম্মান ও মর্যাদা পুনরুদ্ধার করার আন্দোলনে বাধা দিয়েছে আমাদের কে লাঠিসুটা দিয়ে পিটিয়েছে তারা সবাই নাস্তিক। আজকের দিন থেকে আমি আর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এই দলের নেতা কর্মীদের কে আর মুসলমান হিসাবে মনে করিনা। আজকে জুম্মার নামাযের পর বাংলার জনগনের মিছিল ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লামের সম্মান ও মর্যাদা পুনরুদ্ধার করার জন্য কোন নির্দিষ্ট দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। কিন্তু আজকে আওয়ামীলীগ সরকার যেইভাবে সাধারন মুসলমানদের উপর গুলি চালাল তা ফেরাউনী বর্বরতাকেও হার মানায়। ছি
বিষয়: রাজনীতি
১২১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন