মাতৃস্নেহ

লিখেছেন লিখেছেন সত্যই সুন্দর ১৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৫০:৫৬ রাত



আজ ভালবাসা দিবস। আমি মনে করি পৃথিবীতে মায়ের ভালবাসা সবচেয়ে অকৃত্রিম।একমাত্র মা তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালবাসে। মায়ের ভালবাসার কাছে কোন চাওয়া পাওয়া থাকে না।মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্তহ। যে ব্যক্তি তার মাকে জীবিত অবস্থায় পাওয়ার পর ও বেহেস্তহ আদায় করতে পারলো না সে চরম হতভাগ্য।দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যদা বোঝে না তেমনই মা থাকথে মানুষ মায়ের মর্ষদা দিতে জানে না।আসুন আমরা আজকের ভালবাসা দিবসে সকলে নিজের মায়ের কাছে হৃদয়ের সম্পূর্ণ ভালবাসা সমর্পণ করি।

বিষয়: বিবিধ

১৪০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File