তরুণ প্রজম্নের কাছে প্রবীনদের প্রত্যাশা কি এমন্ই (ছবি ব্লগ)

লিখেছেন লিখেছেন থার্ড পারসন ১৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৪১:৫৭ রাত

তরুণরা শাহবাগে জেগে উঠেছে, গণজাগরণের কথা আজ দশ দিন ধরে শুনছি। আমাদের মনে হচ্ছে তরুণদের জ্ঞানের পরিধী খুব বড় নয়। আমাদের দেশের অনেক গুলো মৌলিক সমস্যাকে পাশ কাটিয়ে কতগুলো তরুণরা নাচানাচি করলেই গণজাগরণ হয়েছে বললে বিষয়টি দারুণ বিরক্তির পাশাপাশি এক দলীয় শাসনের গন্ধ পাওয়া যাচ্ছে। ইয়ং জেনারেশন আজ প্রবীনদের প্রতি হিংস্র হয়েই এমন কর্মকান্ড চালাচ্ছে বলে মনে করছেন অনেকে। না হলে রাজধানীতে পুলিশের সামনে একজন প্রবীনের দাঁড়ি ধরেছে ছাত্রলীগের এক গুন্ডা। এটাই কি তরুণ প্রজম্নদের কাছে জাতির প্রত্যাশা ছিল। যদি তা না হয় তাহলে এমন অন্যায়কারী অপরাধীদের বিচারে তরুণদের বক্তব্য নেই কেন? ছবি দেখুন ও ছাত্রলীগের প্রতি ঘৃণা প্রকাশ করুণ



বিষয়: বিবিধ

১২৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File