ভীরু যখন নেতা, এড়ানোই আসল কথা।
লিখেছেন লিখেছেন রাশেদুল হাসান ১৪ মার্চ, ২০১৩, ০৭:১৮:৩৯ সকাল
ইমরান এইচ সরকার!
ফেবুতে অনেকে পাম্প দিয়ে বলতঃ ইমরান একটি জাতির প্রতিকের মত, জাতির শত্রুদের নির্মুলের নাম ব্লা ব্লা ব্লা…
আমি তাদের বিরুদ্ধে কিছু বলছি না। বরং আমিও স্বীকার করছি ইমরান জাতির শত্রুদের নির্মুলের নাম।
আর সে নির্মুলতা পুলিশ বা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীদের মতই।
পুলিশ বা অন্যরা সরকারের টাকাই চাকরি করে বলে তারা যেকোন অপরাধি ধরতে সরকারের কাছে বাধ্য! তাই তো ইমরানের একই হাল। অবিরত বিরানি খেয়ে, ভ্রাম্যমাণ ঘর বানিয়ে, দৈনিক বেতন নিয়ে…কাজ তো অবশ্য করতে হবে! তাই না?
তাই তো গতকাল আমরা ডাঃ ইমরান আরও একটি মুখোশবন্ধি চেহারা দেখলাম। এতোদিন শাহবাগ থেকে বক্তৃতা দিতঃ এই করব, সেই করতে হবে, জাতীয় পতাকা তুলব, হরতাল প্রতিহত করব, সমাবেশ করব, মিছিল করব! কিন্তু আজ?
শুধু একটা অরাজনৈতিক দলের হুমকিতে চট্টগ্রাম না ঢুকে উল্টো ঢাকাই গেল…
ফেনীর ওসি বলেঃ ইমরানকে আমরা ফিরিয়ে দেইনি, আর ইমরান বলেঃ প্রশাসন নিরাপত্তার অভাব বোধ করছে বলেই ফেনী থেকে ফিরিয়ে দিল।
যেমন মিথ্যাচার, তেমনি ভীরু।
শাহবাগ আন্দোলনের প্রথম দিকে যেমন কৌতুহলী হয়ে আমার মত অনেকে অংশ নিয়েছিল, এখন সে কৌতুহল যেন ডাঃ ইমরানের জন্য কাল হয়ে দাড়িয়েছে। তার বিরুদ্ধে এখনি সোচ্চার। একটা ভীরু এবং পুলিশের মত লোক আমাদের নেতা হতে পারে না।
বিষয়: বিবিধ
১৩০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন