টিভি টক শো 'বাংলাদেশ টুডে'
লিখেছেন লিখেছেন তাইছির মাহমুদ ১৪ মার্চ, ২০১৩, ০৬:৫৫:২২ সকাল
ফারহান মাসুদ খানের উপস্থাপনায় চ্যানেল এস-এর সান্ধ্যকালিন নিয়মিত টক শো 'বাংলাদেশ টুডে' ক্রমশ: জনপ্রিয় হয়ে উঠছে। আজ বুধবারের টক শোটি বেশ উপভোগ করলাম। কারণ আজকের শো'র অতিথি আমাদের সাংবাদিকবন্ধুরা।
রাত ১১টায় শুরু হওয়া টক শো'র প্যানেলের একটি পক্ষে ছিলেন বিবিসি প্রেজেন্টার সাংবাদিক আজমাল মাসরুর ও সাংবাদিক এনাম চৌধূরী। অপর পক্ষে ছিলেন সাংবাদিক তানভীর আহমদ ও সংস্কৃতিকর্মী প্রেজেন্টার এরশাদ আহমদ।
টক শো'র আলোচ্য বিষয় ছিলো সংবাদ পরিবেশে মিডিয়ার পক্ষপাতিত্ব ও নিরপেক্ষতা।
একজন কলার ফোন করে লাইভ টক শোতে অংশ নিলেন। বললেন, বাংলাদেশের মিডিয়ায় ৯০ ভাগই সরকারের পক্ষ হয়ে কাজ করছেন, আর ১০ পার্সেন্ট কাজ করছেন নিরপেক্ষভাবে। আর লন্ডনের সাংবাদিকরা ৭০ ভাগ সংবাদ পরিবেশন করছেন সরকারের পক্ষে, আর ৩০ ভাগ নিরপেক্ষভাবে। কলারের মতে দেশের সাংবাদিকদের তুলনায় লণ্ডনের সাংবাদিকরা আপেক্ষিক নিরপেক্ষ। আপনি কি তা-ই মনে করেন?
বিষয়: রাজনীতি
১৪৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন