***নবীন আলো***
লিখেছেন লিখেছেন egypt12 ১৭ ডিসেম্বর, ২০১৫, ১২:১৪:২০ দুপুর
নেতার চেয়ে চামচা গরম
হাড়ির চেয়ে ঢাকনা,
মুখ লুকিয়ে সুজন চলে
কুজন মেলে পাখনা।
.
নষ্টেরা আজ বুক ফুলিয়ে
দাপিয়ে করে রাজ,
কলিকাল তাই বানর পড়ে
পশুরাজের তাজ।
.
আজকে রাজা ভুললো শাসন-
তাই শাসিতের আর্তনাদ,
বানর-শেয়াল ফন্দি এঁটে
বানালো এই মরণ ফাঁদ।
.
মরণ ফাঁদে স্বজাত মরে-
মরে টার্গেট- বিজাতও;
ক্ষরণ স্রোতে দূর্বল আজি
দেয়না পাল্টা আঘাতও।
.
এভাবে তো চলছে সমাজ
ন্যায়ের হরণ-পতনে,
বদলাতে চাই; নবীন আলো
ধুসর-কালোর ভুবনে।
২৪/০৫/১৫
বিষয়: সাহিত্য
১৫৯৯ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতা খুব ভালো লিখেছেন ব্রাদার।
কবিতার প্রভাব ও প্রতিক্রিয়া চিরন্তন,
ইসলামও তা অস্বীকার করেনা!!
যে কবিতার জন্য তুরষ্কের প্রেসিডেন্ট এরদোগান জেলে গিয়েছিলেন
সেনাবাহিনীর জন্য দোয়া
- জিয়া গোকাল্প
১
হাতে হাতিয়ার, অন্তরে ঈমান
আমার চাওয়া দু’টি, দ্বীন এবং ওয়াতান
আমার ঘর সেনা ক্যাম্প,
আমার নেতা মহান সুলতান
সুলতানকে রক্ষা করো হে ইয়া রব
তার হায়াত দীর্ঘায়িত করো হে রব
২
আমাদের পথ গাজীর, শেষ ইচ্ছা শাহাদাত
আমাদের ধর্ম সততার সাথে সেবা করা
ওয়াতান আমাদের মা, বাবা আমাদের মিল্লাত
ওয়াতানকে সমৃদ্ধ করো হে রব
মিল্লাতকে সুখি করো হে রব
৩
তোমার পতাকা তাওহিদের, আমার পতাকা হেলাল
একটি সবুজ, একটি অন্যটির পরিপূর্ণ
ইসলামের ব্যথায় ব্যথিত করো,
দুশমন থেকে প্রতিশোধ নেয়ার তাওফিক দাও
ইসলামকে রক্ষা করো হে রব
দুশমনদের ধ্বংস করো হে রব
৪
যুদ্ধের ময়দানে দাও সাহসী বীর ও সেনাপতি
যে দ্বীন এবং দেশের জন্য শহীদ হবে
যে হবে অগ্নিশিখা, যুদ্ধের ময়দানে থাকবে শেষ পর্যন্ত
শহীদদের কবুল করো হে রব
পরিবারদের দুর্বল হতে দিয়ো না হে রব
৫
কমান্ডার, অফিসার আমাদের পিতা
সার্জেন্ট, ওমবাস আমাদের নেটওয়ার্ক
শৃঙ্খলা এবং সম্মান আমাদের কানুন
সেনাবাহিনীকে শক্তি দাও হে রব
পতাকা সুউচ্চ রাখো হে রব
৬
মিনার আমাদের বেয়োনেট, গম্বুজ হেলমেট
মসজিদ আমাদের ব্যারাক,
মোমেনরা আমাদের সৈন্য
আমরা দ্বীনি যুদ্ধের জন্য অপেক্ষায়
আল্লাহু আকবর আল্লাহু আকবর
আল্লাহু আকবর আল্লাহু আকবর
তুর্কী থেকে ভাষান্তর : নেয়ামত উল্লাহ মাসুদ, ইস্তাম্বুল থেকে (অন্য দিগন্ত)
হয়ত কালের স্রোতে ভবিষ্যতে আগের চেয়ে অনেক বেশী শক্তি নিয়ে আবির্ভাব হবে।
আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হ্য়, তাই আদর্শকে হত্যা করা যায়না। যদিও সাময়িক দাবিয়ে রাখা যায়।
সকল স্তবকে মাত্রা ঠিক থাকা অসম্ভব ছিলনা, কিন্তু হয়তো তেমন যত্ন পায়নি!!
খোল নলচে বদল হলেই
হুকোর বদল হয়না তাও৷
কলকে খানি করিও বদল
সত্যিই যদি বদল চাও৷
দাপিয়ে করে রাজ,
কলিকাল তাই বানর পড়ে
পশুরাজের তাজ।
চমৎকার সব শব্দের সাজ। ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন