***নবীন আলো***

লিখেছেন লিখেছেন egypt12 ১৭ ডিসেম্বর, ২০১৫, ১২:১৪:২০ দুপুর



নেতার চেয়ে চামচা গরম

হাড়ির চেয়ে ঢাকনা,

মুখ লুকিয়ে সুজন চলে

কুজন মেলে পাখনা।

.

নষ্টেরা আজ বুক ফুলিয়ে

দাপিয়ে করে রাজ,

কলিকাল তাই বানর পড়ে

পশুরাজের তাজ।

.

আজকে রাজা ভুললো শাসন-

তাই শাসিতের আর্তনাদ,

বানর-শেয়াল ফন্দি এঁটে

বানালো এই মরণ ফাঁদ।

.

মরণ ফাঁদে স্বজাত মরে-

মরে টার্গেট- বিজাতও;

ক্ষরণ স্রোতে দূর্বল আজি

দেয়না পাল্টা আঘাতও।

.

এভাবে তো চলছে সমাজ

ন্যায়ের হরণ-পতনে,

বদলাতে চাই; নবীন আলো

ধুসর-কালোর ভুবনে।

২৪/০৫/১৫

বিষয়: সাহিত্য

১৫৯৯ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354350
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:২৭
ইমরান বিন আনোয়ার লিখেছেন : খুব সুন্দর লিখেছেন। মাশাআল্লাহ। কবিতায় আমাদের সমাজ ও রাষ্ট্রীয় জীবনের অধোগতি নিপুণভাবে ফুটে ওঠেছে। সুন্দর কবিতার জন্য আবারো শুভেচ্ছা।
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৩২
294182
egypt12 লিখেছেন : ধন্যবাদ ভাই দোয়া করবেন।
354361
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:১২
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার বদলানোর প্রচেষ্টায় আল্লাহ সহায় হোন।

কবিতা খুব ভালো লিখেছেন ব্রাদার।
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:২৫
294198
egypt12 লিখেছেন : ধন্যবাদ গাজী ভাই Love Struck
354367
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৪৭
আবু জান্নাত লিখেছেন : সুন্দর কবিতা, দারুন লেগেছে। বাস্তবতা এমনই।
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৪৮
294202
egypt12 লিখেছেন : ধন্যবাদ ভাই Happy
354369
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৫৫
আফরা লিখেছেন : কবিতা লিখে কি আর সমাজ বদলানো যায় তার জন্য প্রয়োজন কাজ ।কবিতা সুন্দর হয়েছে ধন্যবাদ ।
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:২২
294208
egypt12 লিখেছেন : মানুষের মাঝে একটি বোধ সৃষ্টি করাই কবির কাজ।
১৭ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:০২
294238
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

কবিতার প্রভাব ও প্রতিক্রিয়া চিরন্তন,
ইসলামও তা অস্বীকার করেনা!!

যে কবিতার জন্য তুরষ্কের প্রেসিডেন্ট এরদোগান জেলে গিয়েছিলেন

সেনাবাহিনীর জন্য দোয়া
- জিয়া গোকাল্প


হাতে হাতিয়ার, অন্তরে ঈমান
আমার চাওয়া দু’টি, দ্বীন এবং ওয়াতান
আমার ঘর সেনা ক্যাম্প,
আমার নেতা মহান সুলতান
সুলতানকে রক্ষা করো হে ইয়া রব
তার হায়াত দীর্ঘায়িত করো হে রব



আমাদের পথ গাজীর, শেষ ইচ্ছা শাহাদাত
আমাদের ধর্ম সততার সাথে সেবা করা
ওয়াতান আমাদের মা, বাবা আমাদের মিল্লাত
ওয়াতানকে সমৃদ্ধ করো হে রব
মিল্লাতকে সুখি করো হে রব



তোমার পতাকা তাওহিদের, আমার পতাকা হেলাল
একটি সবুজ, একটি অন্যটির পরিপূর্ণ
ইসলামের ব্যথায় ব্যথিত করো,
দুশমন থেকে প্রতিশোধ নেয়ার তাওফিক দাও
ইসলামকে রক্ষা করো হে রব
দুশমনদের ধ্বংস করো হে রব




যুদ্ধের ময়দানে দাও সাহসী বীর ও সেনাপতি
যে দ্বীন এবং দেশের জন্য শহীদ হবে
যে হবে অগ্নিশিখা, যুদ্ধের ময়দানে থাকবে শেষ পর্যন্ত
শহীদদের কবুল করো হে রব
পরিবারদের দুর্বল হতে দিয়ো না হে রব



কমান্ডার, অফিসার আমাদের পিতা
সার্জেন্ট, ওমবাস আমাদের নেটওয়ার্ক
শৃঙ্খলা এবং সম্মান আমাদের কানুন
সেনাবাহিনীকে শক্তি দাও হে রব
পতাকা সুউচ্চ রাখো হে রব



মিনার আমাদের বেয়োনেট, গম্বুজ হেলমেট
মসজিদ আমাদের ব্যারাক,
মোমেনরা আমাদের সৈন্য
আমরা দ্বীনি যুদ্ধের জন্য অপেক্ষায়
আল্লাহু আকবর আল্লাহু আকবর
আল্লাহু আকবর আল্লাহু আকবর

তুর্কী থেকে ভাষান্তর : নেয়ামত উল্লাহ মাসুদ, ইস্তাম্বুল থেকে (অন্য দিগন্ত)
354377
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:১৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অসাধারণ কাব্যগাঁথা..ধন্যবাদ..
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:২২
294209
egypt12 লিখেছেন : ধন্যবাদ মাসুম ভাই।
354386
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:০৪
হতভাগা লিখেছেন : কবিতা লিখে মানুষকে এখন আর ভোলানো যাবে না
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:১৫
294223
egypt12 লিখেছেন : হয়তো মানুষের বিবেক এখন ভোতা হয়ে গেছে?
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:২৩
294225
হতভাগা লিখেছেন : আরব স্প্রিং এর খবর কি ?
১৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৩২
294227
egypt12 লিখেছেন : আরব স্প্রিং মুসলিম লোভী রাজাদের ক্ষমতার লোভের নিচে আপাতত সুপ্ত অগ্নিগিরি হিসেবে চাপা পড়েছে।

হয়ত কালের স্রোতে ভবিষ্যতে আগের চেয়ে অনেক বেশী শক্তি নিয়ে আবির্ভাব হবে।

আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হ্য়, তাই আদর্শকে হত্যা করা যায়না। যদিও সাময়িক দাবিয়ে রাখা যায়।
354408
১৭ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:৫০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


Praying Rose Rose


সকল স্তবকে মাত্রা ঠিক থাকা অসম্ভব ছিলনা, কিন্তু হয়তো তেমন যত্ন পায়নি!!

Praying Praying Praying
২৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:২১
295286
egypt12 লিখেছেন : সমালোচনা করার জন্য ধন্যবাদ ভাই... ইনশাআল্লাহ সামনে আরো যত্ন পাবে।
354425
১৭ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
২৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:২২
295287
egypt12 লিখেছেন : কিতারে ভাউ কি চিন্তায় মগ্ন!?
354439
১৭ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:০৬
শেখের পোলা লিখেছেন : অসাধারণ! ওস্তাদ,
খোল নলচে বদল হলেই
হুকোর বদল হয়না তাও৷
কলকে খানি করিও বদল
সত্যিই যদি বদল চাও৷
২৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:২২
295288
egypt12 লিখেছেন : কল্কির বদলের চেষ্টা কি কলিকালে সফল হবে? Broken Heart
১০
354677
২০ ডিসেম্বর ২০১৫ রাত ১২:৪২
জোবাইর চৌধুরী লিখেছেন : নষ্টেরা আজ বুক ফুলিয়ে
দাপিয়ে করে রাজ,
কলিকাল তাই বানর পড়ে
পশুরাজের তাজ।

চমৎকার সব শব্দের সাজ। ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।
২৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:২২
295289
egypt12 লিখেছেন : ধন্যবাদ বড় ভাই Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File