পাপাচার মনিব ও অসহায় শ্রমিকেরা!
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ১৭ ডিসেম্বর, ২০১৫, ১২:১৪:১২ দুপুর
# পঞ্চাশজন মানুষ প্রতিদিন এখানে কন্সট্রাকশনের কাজ করতে আসেন। ভোর পাঁচটা থেকে শুরু করে দুপুর একটা পর্যন্ত তাদের কাজের বাধ্যবাধকতা! মাঝখানে আধ-ঘন্টার মত সময় মেলে বিশ্রাম নেবার। ব্যস, এতটুকুই! সহানুভূতি বলতে এরচেয়ে বেশি কিছু তাদের পাওয়া হয়না। সকালে ঘুম থেকে ওঠে নাকে-মুখে কয়েকটা শক্ত বিস্কুট অথবা আরো দ্রুতগতির কিছু খেয়ে তাদের বেরিয়ে পড়তে হয়। তারপর 'গাধার' খাটুনি খেটে পঞ্চাশ মাইল দূরের কর্মস্থল থেকে ফিরে নিজেদের খাবারের ব্যবস্থা করা, ক্লান্ত ও বিধ্বস্ত দেহটিকে একটু অবকাশ দেওয়া তাদের নিয়তির অংশ। এটাই তাদের জীবন। ভবিষ্যতে কখন সুখ পাবে সে আশায় বর্তমানকে খুন করা হল তাদের জীবন।
# গতকাল তাদের বহন করা বাসটি নষ্ট হয়ে গেছে। ১টা বাজে ফেরার সময় হলেও দুপুর গড়িয়ে তখন তিনটা প্রায়। কোম্পানির তরফ থেকে অন্য কোনো বাসের ব্যবস্থা করা হয়নি। এ নষ্ট বাসটিই সারিয়ে তারপর সবাইকে ক্যাম্পে ফিরিয়ে নেওয়া হবে। একজন বলল, গাড়ির নষ্ট যন্ত্রাংশ ১৫০ কিমি দূরের ওয়ার্কশপে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে যন্ত্রগুলো ঠিক করে ফিরে এসে বাস মেরামত করে তবেই সবাইকে নিয়ে রওয়ানা দেওয়া হবে ক্যাম্পে! ব্যপারটা হাস্যকর!!!
# তিন মাস চার মাস চলে যায় কোম্পানি থেকে বেতন দেওয়া হয়না! তারপর খুব 'অনুগ্রহ' করে এক মাসের বেতন দেওয়া হয় এবং ফলাফলে আবারো সেই একই ঘটনার পুনরাবৃত্তি। শ্রমিক ভাইদের মুখে তবু হাসির দীপ্তি কমেনা। আড়ালে হয়ত তাদের চোখ দুটো ভেজা থাকে সবসময়! বাইরের পৃথিবীতে সে কষ্ট কজনই দেখে!
# রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "শ্রমিককে তার ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও।" এ হাদিসের মূল ভাষ্য হল, শ্রমিকের অধিকার রক্ষা করতে হবে। তার পারিশ্রমিকে বিলম্ব করা যাবেনা। তার উপর সাধ্যের অতীত বোঝা চাপিয়ে দেওয়া যাবেনা। অথচ নামধারী মুসলিমেরা বেমালুম ভুলে আছে সব! পৃথিবীর সব মালিক পক্ষ, অন্তত মুসলিমেরা এমন পাশবিক হয় কী করে!
বিষয়: বিবিধ
১২৬৯ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই ভাতৃত্ব নেই বললেই চলে।
ইমরান বিন আনোয়ার লিখেছেন :
হুম। যথার্থ বলেছেন! মুসলিমদের মাঝে এখন ভ্রাতৃত্ব ব্যপারটা নেই বললেই চলে।
তবে বিশেষ করে বাঙ্গালী ও ইন্ডিয়ানীদের মাঝে এগুলোর প্রবণতা বেশী। আরবদের মাঝেও এধরনের কিছু লক্ষ করা যায়। তবে খুব কম সংখ্যক।
মালিকেরা বিভিন্ন ভাবে শ্রমিকের উপর জুলুম করে আবার শ্রমিকেরাও কাজে ফাকি দেয় ও সুযোগ থাকলে চুরি- চামারি করে ।
ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন