স্বার্থপরতা!!!

লিখেছেন লিখেছেন egypt12 ১৪ ডিসেম্বর, ২০১৫, ০১:৪২:৩১ দুপুর



পরিকল্পনার পরী উড়ে গিয়ে

পড়ে থাকে কল্পনা,

ধুসর পৃথিবীর মরুময় বুকে-

এ পাওয়াও যে অল্প না!

.

চারিদিকে স্বার্থপর আর

স্বার্থহীনের দ্বন্দ চলে,

স্বার্থ উদ্ধার হলেই দেখি

আপনজনা মাড়িয়ে চলে!

.

এই মাড়িয়ে যাওয়াই শেষ নয় তা

না জানলে জেনেই নাওনা,

সময় এলেই চুকিয়ে দেব

সকল যুগের দেনা পাওনা।

.

তখন তুমি লজ্জা পাবে

লজ্জা যদি থাকে তোমার,

আজকে আমি দুর্বল তাই

নিরবতাই সংগী আমার।

.

নিরবতা ভাংবে যেদিন

সেদিন তুমি পস্তাবে,

ভুলেও ভেবনা সেদিন

আমায় তুমি কাছে পাবে।

.

কারণ...

তোমারই তো অভ্যাস জানি

কাজ ফুরালে কেটে পড়া,

এটা যখন বুঝলাম আমি

লজ্জাতে চোখ ছানাবড়া।

.

তবুও কিছু শিখে নিলাম-

এটাও তো কমনা গুরু!

এমন শিক্ষা পেয়েই আমি

করলাম নব যাত্রা শুরু।

.

এবারের এই নব যাত্রায়

আমিও হব স্বার্থপর,

বাবারে বাবা এমন শিক্ষা?

ভাবলে গায়ে আসে জ্বর!

.

২৯/১০/২০১৫

বিষয়: সাহিত্য

১৬৮৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354010
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৩১
গাজী সালাউদ্দিন লিখেছেন : এবারের এই নব যাত্রায়

আমিও হব স্বার্থপর,

বাবারে বাবা এমন শিক্ষা?

ভাবলে গায়ে আসে জ্বর!

দোহাই লাগে ভাই, এমন করে না! সে করেছে করুক, আপনি কেন করবেন।
১৪ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:৪১
293868
egypt12 লিখেছেন : ঠিক আছে ভাই Love Struck
354019
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:০৬
আবু জান্নাত লিখেছেন : বর্তমান যুগে স্বার্থপরদেরই জয়জয়কার।
১৪ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:৪১
293869
egypt12 লিখেছেন : হুম Broken Heart
354031
১৪ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আমিও ভীষণ স্বার্থপর-
প্রতি মিনিটের বদলায় দুটোর একটা পেতেই হবে-
সওয়াব - যা আখেরের সঞ্চয়
নগদ অর্থ- যা দিয়ে সওয়াব কেনা যায়
যে কোন একটা না পেলে আমি নাই!! Don't Tell Anyone
১৫ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:২৬
293976
egypt12 লিখেছেন : Love Struck Love Struck Love Struck ভালো অভ্যাস।
354044
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:০৪
শেখের পোলা লিখেছেন : মারহাবা৷ মারহাবা৷ ধন্যবাদ৷
১৫ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:২৬
293977
egypt12 লিখেছেন : Love Struck Love Struck Love Struck
354063
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ১০:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পরি খুজেন!!
১৫ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:২৬
293978
egypt12 লিখেছেন : আচ্ছা Love Struck
354106
১৫ ডিসেম্বর ২০১৫ সকাল ০৮:৪৩
মামুন লিখেছেন : ালো লিখেছেন। অনেক শুভেচ্ছা জানবেন।
১৫ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:২৭
293979
egypt12 লিখেছেন : আপনার জন্যও শুভেচ্ছা রইল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File