স্বার্থপরতা!!!
লিখেছেন লিখেছেন egypt12 ১৪ ডিসেম্বর, ২০১৫, ০১:৪২:৩১ দুপুর
পরিকল্পনার পরী উড়ে গিয়ে
পড়ে থাকে কল্পনা,
ধুসর পৃথিবীর মরুময় বুকে-
এ পাওয়াও যে অল্প না!
.
চারিদিকে স্বার্থপর আর
স্বার্থহীনের দ্বন্দ চলে,
স্বার্থ উদ্ধার হলেই দেখি
আপনজনা মাড়িয়ে চলে!
.
এই মাড়িয়ে যাওয়াই শেষ নয় তা
না জানলে জেনেই নাওনা,
সময় এলেই চুকিয়ে দেব
সকল যুগের দেনা পাওনা।
.
তখন তুমি লজ্জা পাবে
লজ্জা যদি থাকে তোমার,
আজকে আমি দুর্বল তাই
নিরবতাই সংগী আমার।
.
নিরবতা ভাংবে যেদিন
সেদিন তুমি পস্তাবে,
ভুলেও ভেবনা সেদিন
আমায় তুমি কাছে পাবে।
.
কারণ...
তোমারই তো অভ্যাস জানি
কাজ ফুরালে কেটে পড়া,
এটা যখন বুঝলাম আমি
লজ্জাতে চোখ ছানাবড়া।
.
তবুও কিছু শিখে নিলাম-
এটাও তো কমনা গুরু!
এমন শিক্ষা পেয়েই আমি
করলাম নব যাত্রা শুরু।
.
এবারের এই নব যাত্রায়
আমিও হব স্বার্থপর,
বাবারে বাবা এমন শিক্ষা?
ভাবলে গায়ে আসে জ্বর!
.
২৯/১০/২০১৫
বিষয়: সাহিত্য
১৬৮৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিও হব স্বার্থপর,
বাবারে বাবা এমন শিক্ষা?
ভাবলে গায়ে আসে জ্বর!
দোহাই লাগে ভাই, এমন করে না! সে করেছে করুক, আপনি কেন করবেন।
আমিও ভীষণ স্বার্থপর-
প্রতি মিনিটের বদলায় দুটোর একটা পেতেই হবে-
সওয়াব - যা আখেরের সঞ্চয়
নগদ অর্থ- যা দিয়ে সওয়াব কেনা যায়
যে কোন একটা না পেলে আমি নাই!!
মন্তব্য করতে লগইন করুন