বুদ্ধিজীবীদের মারলো কে??? একটি প্রশ্ন এবং একটি সম্ভাবনা

লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ১৪ ডিসেম্বর, ২০১৫, ০২:১৮:৩৪ দুপুর

মুক্তিযুদ্ধের সময় ২ ধরনের বুদ্ধিজীবী ছিল

১.রাশিয়াপন্থী বুদ্ধিজীবী

২. চীনপন্থি বুদ্ধিজীবী ।

রাশিয়া ভারতের পক্ষে থাকার কারনে রাশিয়াপন্থি বুদ্ধিজীবীরা চাইতো বাংলাদেশ যেন স্বাধীন হয়। কিন্তু চিনপন্থী বুদ্ধিজীবীরা চাইতোনা, কারন চিন ছিল পাকিস্তানের পক্ষে।

সে হিসেবে চীনপন্থি বুদ্ধিজীবীরা হচ্ছে পাকিস্তানের বন্ধু। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, স্বাধীনতার ঠিক আগে ১৪ তারিখে পরিকল্পিত ভাবে মারা হয় বেশির ভাগ চীনপন্থি বা পাকিস্তানপন্থী বুদ্ধিজীবীদের । আরও মজার ব্যাপার হচ্ছে এই দোষ আবার চাপানো হয়েছে পাকিস্তানপন্থীদের উপর। কেমন আজব না??????

যেমন ধরুন মনির চৌধুরি ছিল চীনপন্থি তাকে মারা হয়েছিল, কিন্তু তার ভাই কবির চৌধুরীকে মারা হয়নি। কারন সে ছিল রাশিয়াপন্থি বা ভারতপন্থি কম্যুনিস্ট । শহিদুল্লা কাইসার বা জহির রাইহান, ২ ভাইয়ে ছিল চীনপন্থি কম্যুনিস্ট ।

তাই এসব জিনিশ দেখে আমার মনে হয় বুদ্ধিজীবী হত্যাও ভারতের ১টা চাল। তারা চেয়ে ছিল স্বাধীন বাংলায় কোন বুদ্ধিজীবী যেন তাদের কাজে বাধা না দেয়। আপনাদের কি মনে হয়?????????????

বিষয়: বিবিধ

১৬৬১ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354011
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৩২
গাজী সালাউদ্দিন লিখেছেন : মনেতো অনেক কিছুই হয়, মনে হওয়া আর সঠিক কারণ জেনে মন্তব্য করা এক কথা নয়।
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৪৪
293855
মোহাম্মদ রিগান লিখেছেন : আপনি কষ্ট করে উনাদের মতাদর্শটা জেনে নিবেন
354020
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:০৮
আবু নাজিব লিখেছেন : একমত। ১৪ তারিখে পাক সেনাদের পক্ষে কাউকে মারা বাস্তবতা বিবর্জিত, কারন তখন তাদের ত্রাহি ত্রাহি অবস্থা, অন্যদিকে দেশের অধিকাংশ জায়গা ভারতীয় বাহিনী করায়ত্ব করেছে। পাক বাহিনী আত্মসমর্পনের জন্য প্রস্তুত আর আলবদর, রাজাকার বাহিনীতো চাচা আপন জান বাঁচা অবস্থায় ছিল। জহির রায়হানকে তো স্বাধীনতার অনেক পরে মারা হয়েছে। সুতরাং সদ্য স্বাধীন হতে যাওয়া দেশটিকে করদ রাজ্য করে রাখতে হলে বুদ্ধিজীবিদেরকে খতম করতে হবে। তাহলে কার পক্ষে সম্ভব ছিল ঠিক সে সময় এ কাজটি করার?
354032
১৪ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২০
আনিসুর রহমান লিখেছেন : I think the answer is not hard because that time India,specially patchim Bangla are facing the serious threats from pro China communist people like Nakshal and others.
354034
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:১১
আবু নিশাত লিখেছেন : আমার ব্লগে বুদ্ধিজীবি হত্যাকান্ড নিয়ে লেখা আছে ।
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:২৪
293922
শেখের পোলা লিখেছেন : আপনাকে মিস করি৷
354051
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:২৩
শেখের পোলা লিখেছেন : সহমত৷
354062
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ১০:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চোদ্দই ডিসেম্বর পাকিস্তানি বাহিনির যে অবস্থা ছিল এই ধরনের কোন কাজ করা ছিল তাদের জন্য অসম্ভব
১৫ ডিসেম্বর ২০১৫ রাত ০২:১৯
293954
অপি বাইদান লিখেছেন : এজন্যই জামাতি বদর বাহিনী এ কাজটি করেছে।
354080
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৫৪
১৫ ডিসেম্বর ২০১৫ রাত ০২:২৮
293955
অপি বাইদান লিখেছেন : তারচেয়ে বড় বিস্ময়- ৭১ এ মুমিনের আল্লা পাকি মুমিনদের জন্য কিছুই করতে পারেন্না।
১৫ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৩৮
294046
সালাহউদ্দিন নাসিম লিখেছেন : ভাই প্রায়ই আপনাকে দেখেছি অত্যন্ত নোংরা ভাষায় ধর্মবিশ্বাস , ভিন্ন মতামতকে আক্রমন করেন। আপনি যেই হোন না কেন যে ধর্মেরই হোন না কেন ভদ্র ভাষা ব্যবহার করাটা তো ভাল মানুষদেরই কাজ। নাকি? এতটুকু কি আমরা আশা করতে পারি না ?
354090
১৫ ডিসেম্বর ২০১৫ রাত ০১:১৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
354094
১৫ ডিসেম্বর ২০১৫ রাত ০২:১৭
অপি বাইদান লিখেছেন : বুদ্ধিজীবিদের কি মেরেছে তা নিয়ে এত হিসেব নিকেসের কি দরকার? সাকা-মুজা ফিনিস। এখন মইত্যা, কাসেমালি..... সহ আরও কিছু আল্যার মুমিন বাকি আছে। ওগুলি ঝুলে গেলেই কিচ্ছা খতম। ধন্যবাদ।
১৫ ডিসেম্বর ২০১৫ রাত ০৪:২২
293959
আনিসুর রহমান লিখেছেন : ওগুলি ঝুলে গেলেই কিচ্ছা খতম !!!!!!
PREDICTIONS of the Centure
I give you two line of one of my favourite english music
"Just the beginning not the end
Things are never gona same again"
১০
354100
১৫ ডিসেম্বর ২০১৫ রাত ০৪:২২
আনিসুর রহমান লিখেছেন : ওগুলি ঝুলে গেলেই কিচ্ছা খতম !!!!!!
PREDICTIONS of the Centure
I give you two line of one of my favourite english music
"Just the beginning not the end
Things are never gona same again"

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File