***কাঙ্খিত একাকিত্ব***

লিখেছেন লিখেছেন egypt12 ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৯:৫২:৫৬ সকাল



কখনো কখনো অতি কাছে আসা

অসীম দূরত্ব আনতে পারে,

হে বন্ধু তাইতো ক্ষনিক দূরত্ব চাই;

তবু কাছে ডাকো বারে বারে!?

.

জানি এমন ইচ্ছা জানতে পেরে

তুমি দুঃখ পাবে- কষ্ট পাবে,

তবু আশংকা আমায় করেছে পাথর-

ভয় জড়ানো অনুভবে।

.

তাই দাও কিছুদিনের বা সময়ের অবকাশ-

আজ থাকতে চাইছি একা,

ভাঙ্গন নয়তো! আরও কঠিন

শেকলে জড়াবো কাঁদিস নাতো বোকা।

.

সত্যি একা থাকাই খুব প্রয়োজন-

আর প্রয়োজন ভাগ্যের সাথে বাহাস,

আমি তো বুঝিনা ভাগ্যের খেল-

সে'কি অদৃশ্য ঐ কাঁচ দেয়ালের বিলাস?

.

তাই একাকিত্ব চাই নিশ্বাসে ও প্রশ্বাসে

কিংবা চায়ের পেয়ালায়,

আবার দেখবে আসবো ফিরে-

সেই চেনা আমি হয়ে নতুন সুবেলায়।

.

০৮/১২/১৫

বিষয়: সাহিত্য

১৩২৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353160
০৮ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৩০
হতভাগা লিখেছেন : হাসান বিন নজরুল লিখেছেন : প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
০৮ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৩৫
293150
egypt12 লিখেছেন : আপনিই কি প্রামানিক? Waiting
০৮ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:২৫
293228
হতভাগা লিখেছেন : নারে ভাই আমি সামুর প্রামানিক নই । তবে আপনি যে নজরুল সাহেবের ছেলে হাসান এটা কিছুটা আঁচ করা গেছে
১২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:০৪
293606
egypt12 লিখেছেন : আপনার পরিচয়টা প্লিজ Happy
১২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৬
293624
হতভাগা লিখেছেন : আমি ব্লগার হতভাগা, বিডি টুডে/টুমরো ব্লগ।
১২ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:২৮
293643
egypt12 লিখেছেন : আমার বাবাকে কিভাবে চেনেন?
১৩ ডিসেম্বর ২০১৫ সকাল ০৮:৩৮
293704
হতভাগা লিখেছেন : নাম দেখেই চিনতে পেরেছি
১৩ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:৫১
293718
egypt12 লিখেছেন : আচ্ছা Love Struck
353206
০৮ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : একা থাকতে চান? ভাল কথা-জীবনের শুরু এবং শেষ কিন্তু একাকী ভাবে!অনেক ধন্যবাদ।
১২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:০৫
293607
egypt12 লিখেছেন : ভাইজান আত্মহত্যার প্ররোচনার কেইস ঠুইক্যা দিমু কিন্তু Waiting
১২ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:৫৪
293641
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : পরকালের কথা ভুলে গেলে চলবে না!জনাব।
১৩ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:৫০
293713
egypt12 লিখেছেন : ইয়াদ হ্যায় জনাব Love Struck
353207
০৮ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৮
১২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:০৫
293608
egypt12 লিখেছেন : কিতার চিন্তা করেন ভাউ?
১২ ডিসেম্বর ২০১৫ রাত ১০:১৮
293685
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পোলাডা পুরাই গেছে!!
১৩ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:৫১
293717
egypt12 লিখেছেন : দোয়া কইরেন ভাই Crying
353238
০৮ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:২৪
শেখের পোলা লিখেছেন : একাইতো আছেন৷ আরও একা! তাওকি হয়!
১২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:০৬
293609
egypt12 লিখেছেন : আরও একা Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File