বাংলাদেশ টেকনিক্যাল মাদরাসা, প্রতি ইউনিয়নে শাখা চালু করুন
লিখেছেন লিখেছেন সাইফুল ঈদগাহ কক্স ০৮ ডিসেম্বর, ২০১৫, ১০:১৩:৫৫ সকাল
http://www.bdfirst.net/blog/blogdetail/detail/4365/saifuleidgahcox/31812#.VmcdrF7djeE
বিষয়: বিবিধ
১২৯১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এক ব্যক্তি রাসুল (সাঃ) প্রশ্ন করেছিল, 'ইয়া রাসুলুল্লাহ পৃথিবীতে সর্বোচ্চ এহছান কোনটি? রাসুল বললেন এই পৃথিবীতে মানুষের প্রতি সর্বোচ্চ এহছান হল, তুমি কাউকে একটি কাজ শিখিয়ে দিলে এবং সে কাজ দ্বারা সে ব্যক্তির জীবিকা নির্বাহের পথ তৈরী হল, এটাই হল মানুষের প্রতি সর্বোচ্চ এহসান'।
কাজেই আপনার লক্ষ্যটি সে দিকে ধাবিত, জানিনা আপনার প্রকৃত লক্ষ্য কি?
যাক, আমি অটোক্যাডে এক্সপার্ট। আমার যোগ্যতা-দক্ষতা আন্তর্জাতিক মানের। আমি প্রবাসে বহু ব্যক্তিকে ক্যাড শিখিয়েছি এবং তারা সবাই আকর্ষনীয় পদে সমাসীন আছেন। আমি চাই আমার দেশের ছেলেরা ঘরে বসে, কারো দারস্ত না হয়েই প্রফেশনাল ক্যাড শিখে কাজে লেগে পড়ুক।
ইউ টিউব অথবা অন্য কোন ভাবে আমি অন লাইনে ক্লাশ প্রকাশ করতে রাজি আছি।
আমার ক্লাস গুলো হতে পারে,
১। অটোক্যাড আর্কিটেকছারাল প্লানের উপর
২। অটোক্যাড ইলেকট্রিক্যাল প্লান
৩। অটোক্যাড প্লামবিং/পাইপিং প্লান
৫। অটোক্যাড মেকানিক্যাল প্লান (সকল পর্যায়ের সব ধরনের এসি সিষ্টেমের উপরে)
৬। বিল্ডিং কো-অর্ডিনেশন
দুবাই মল সহ পৃথিবীর বহু সেরা কীর্তির সাথে আমি কাজ করেছি, বিগত ২৫ বছর ধরে সব ধরনের ক্যাড পোগ্রামের সাথে আমি জড়িয়ে আছি। হয়ত বা আমার এই বিদ্যা দেশের ছেলেদের কাজে আসতে পারে। আপনি তথ্য জোগাড় করে একটি পোষ্ট দিলে আমি প্রস্তুতি নিব।
আপনাকে অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন