★দু:সময় ও সু-স্বপ্ন★

লিখেছেন লিখেছেন egypt12 ২৩ এপ্রিল, ২০১৫, ১২:২৮:২৮ রাত



অস্থির আজ আমার মনন

অস্থির আজ সত্ত্বা,

দূরবীনে তাই খুঁজে চলি

জাতির নিরাপত্তা।

.

বাংলাদেশী বলেই আমি

সীমান্তে হই লাশ,

স্বাধীন সত্ত্বা কোথায় আমার?

আমি দাদার দাস।

.

আমার বোনটা মরার পরে

কাঁটা তারে ঝুলন্ত,

আমার নিরাপত্তা রক্ষী

নাক ডেকে আজ ঘুমন্ত।

.

আমার বোনকে ধর্ষনে আজ

ওরা বানায় লাশ,

যে বোন ছিল অন্ধ মায়ের

মুক্তো ভরা তাজ।

.

সীমান্তে আজ প্রতিদিনই

আমার ভাইয়ের লাশ মেলে,

লেন্দুপ দর্জির দোসর তবু

বুকটা মেলায় আবডালে।

.

তাই...

নিরাপত্তা দেশজুড়ে নেই;

নেই ট্রেন আর বাসজুড়ে,

নিরাপত্তা হারিয়ে গেছে

হায়েনার ওই হুংকারে।

.

বাংলাদেশটা হয়ে গেছে

বিশাল একটা বন,

যে বনেতে হারিয়ে গেছে

শান্তি নামক ধন।

.

বাংলা মায়ের ওই ধনটাই

খুঁজে চলি আজ,

ফিরে এসো শান্তি আপু

আবার করতে রাজ।

.

আবার আসুক সোনালী দিন

আজান ডাকা শাহী ভোর,

যে ভোরে কেউ গুম হবেনা

খুলে বধুর বাহুডোর।

.

২৩/০৪/২০১৫

বিষয়: সাহিত্য

৯২৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316412
২৩ এপ্রিল ২০১৫ সকাল ০৫:১৯
শেখের পোলা লিখেছেন : পাপ করেছি তাই,
প্রায়শ্চিত্ত করছি সবে,
পাপের রাজ্য কি তবে,
ফুলের বাগিচা হবে?
পূর্ণ যেদিন হবে ষোলআনা,
জালিম দোযখে যাবে,
শান্তি আসিবে সেদিন,
নিরাপত্তা সেদিন পাবে৷
২৩ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১৩
257584
egypt12 লিখেছেন : সত্যই বলেছেন Love Struck
316429
২৩ এপ্রিল ২০১৫ সকাল ১০:৫৯
বুসিফেলাস লিখেছেন : ঠিক বাংলার প্রতিচ্ছবি Skull
২৩ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১৩
257585
egypt12 লিখেছেন : হুম Frustrated
316497
২৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২০
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া ।
২৫ এপ্রিল ২০১৫ সকাল ১০:২৬
257905
egypt12 লিখেছেন : আপনাকেও ধন্যবাদ আপু
316532
২৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যেই দেশে মানুষ নাই সেই দেশে কি চাই????
২৫ এপ্রিল ২০১৫ সকাল ১০:২৬
257906
egypt12 লিখেছেন : আমাদের দেশে যারা আছে তাদের দরকার।
317164
২৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪২
হতভাগা লিখেছেন :
আমার বোনকে ধর্ষনে আজ

ওরা বানায় লাশ,


স্বাধীনতা দিয়েছে বলে
নিত্য মারে বাঁশ
৩০ এপ্রিল ২০১৫ দুপুর ১২:০৪
258700
egypt12 লিখেছেন : এই বদ্ধ স্বাধীন অবস্থা আজ
জাতির গলায় ফাঁস!!! phbbbbt

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File