মাঈশাদের সঠিকভাবে বাঁচার অধিকার চাই। মাইশাদের জন্য নিরাপদ পরম শান্তির কুল চাই

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২২ এপ্রিল, ২০১৫, ১১:৪২:০০ রাত

শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুর'ই অন্তরে :'( :'(

.

আমি শিশু'র পিতা হতে পারিনি। তবে পিতৃত্বের স্বাধ পেয়েছি। বোঝেছি পিতৃত্ব কাকে বলে।। :'(

.

আমার ছোট্ট ভাতিজী মাঈশা'র জন্য বাড়ির বাইরে বের হতে পারিনা লুকিয়ে বের হওয়া লাগে।

.

বাড়িতে না থাকলে টয়লেটে পর্যন্ত আমাকে খোজে। আর বাড়িতে ফিরলে কুলে উঠে কাধে মাথা রেখে ঘুমিয়ে যায় :'(

.

আজ দুপুরে ঘুমিয়েছিলাম। আমার বুকের উপরে এসে কখন যে ঘুমিয়ে পড়েছে বলতে পারিনা। ঘুম থেকে জেগে দেখি মাঈশা পরম শান্তিতে। আমার কাধে মাথা রেখে নিরাপদে ঘুমুচ্ছে। :'( :'( :'(

.

দু ফোটা চোখের পানি গড়িয়ে পড়লো বালিশে। এক দীর্ঘশ্বাস ছাড়লাম। মাঈশার মতো অনেকেই হয়তো তার বাবা/চাচার কুলে এভাবেই ঘুমাতো :'(

.

আজ শত শত মাঈশা হয়তো বাবা/চাচার কুলে উঠতে পারেনা। বাকশালী রাজনীতির বলি হয়ে হয়তো জেলের ভাত খাচ্ছে। নয়তো কথিত ক্রস ফায়ারে কবরবাসী :'( :'(

.

"পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে অমুক থানায় পুলিশের রমরমা গ্রেপ্তার বানিজ্য"

.

"কিংবা র্যাবের কথিত বন্ধুক যোদ্ধে তমুক নিহত

.

!আচ্ছা অমুক তমুকরা তো কোন না। কোন মাঈশার বাবা/চাচা'ই হবে!!!

.

আমরা আর কিছু চাইনা মাঈশাদের সঠিক ভাবে বাচার অধিকার চাই।।

.

মাঈশাদের জন্য পরম শান্তির নিরাপদ কুল চাই

বিষয়: বিবিধ

১১৬৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316392
২২ এপ্রিল ২০১৫ রাত ১১:৫৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আবেগ পূর্ণ কথা আর মাইশাদের জন্য সুন্দর সমাজ চাওয়া সত্যি যৌক্তিক তবে ভাই আজকের সমাজে সে সুযোগ নেই।
২২ এপ্রিল ২০১৫ রাত ১১:৫৯
257511
নূর আল আমিন লিখেছেন : বড়ভাই/ তাহলে কি মাঈশারা এভাবেই বেড়ে উঠবে?
২৩ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৫
257533
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সময়ের পরিবর্তন আসবে হয়ত কোনো একদিন
316393
২২ এপ্রিল ২০১৫ রাত ১১:৫৬
আবু জান্নাত লিখেছেন : সহমত রইল
২৩ এপ্রিল ২০১৫ রাত ১২:০০
257513
নূর আল আমিন লিখেছেন : ধন্যবাদ
316397
২৩ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৯
সজল আহমেদ লিখেছেন : সুযোগ একদিন আসিবে সকল মাঈশার পরম শান্তিতে বাবা চাচার কোলে ঘুমানোর ।
সকল দুঃখের পর সুখ তো একদিন আসবেই ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File