***ক্রনিক ব্যাথার কাব্য***

লিখেছেন লিখেছেন egypt12 ৩১ মার্চ, ২০১৫, ০২:২২:৪৪ দুপুর



জানি আবার দেখা হবে-

একবার নয়, বারবার;

জেনো পৃথিবীটা গোল।

অবহেলা-মিথ্যায় হৃদয়

করলে ছারখার,

জীবন পেলো তীব্র

আঘাতের দোল।

.

সেই দোল সামলাতে গিয়ে-

অনেক করেছি;

বিবেকের সাথে যুদ্ধ,

তবু পোড়া মনের কোন এক কোনে

তুমি রয়ে গেছ, আংশিক নয় শুদ্ধ।

.

দিনে দিনে তোমার জায়গা কমেছে-

তবু;

নিঃশেষ হলে না,

অথচ আমায় রেখেছিলে মুখে-

মনে তো জায়গা দিলে না!?

.

সেই ছলনায় জ্বলে-হয়েছি খাঁটি;

হয়েছি বুদ্ধিমান,

বুদ্ধি কিছুটা ক্ষতির হলেও

তোমারই অবদান।

.

হতে চেয়েছি খাঁটি প্রেমিক-

পেয়েছি আমের আঁটি,

ওদিকে ভরেছে আমের রসে

তোমার চাওয়ার বাটি।

.

তোমার বাটিটা সুখে ভরা আজ-

আমার বাটিটা শূন্য,

অনেকেই আজ গণ্য তোমার

আমি-ই যে নগণ্য।

.

তবুও জেনেছি তোমারও এসেছে

ভয়ানক দুর্দিন,

আমাকে যা দিলে-ফিরে পাবে তা,

উবে যাবে শুভদিন।

.

৩০/০৩/২০১৫

বিষয়: সাহিত্য

৯১২ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312030
৩১ মার্চ ২০১৫ দুপুর ০৩:২০
আবু জান্নাত লিখেছেন : ভালো লাগলো, ধন্যবাদ।
৩১ মার্চ ২০১৫ দুপুর ০৩:৪৬
253060
egypt12 লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাই। Love Struck
312036
৩১ মার্চ ২০১৫ দুপুর ০৩:২৪
গাজী সালাউদ্দিন লিখেছেন :
সেই ছলনায় জ্বলে-হয়েছি খাঁটি;

হয়েছি বুদ্ধিমান,

বুদ্ধি কিছুটা ক্ষতির হলেও

তোমারই অবদান।


তবুও জেনেছি তোমারও এসেছে

ভয়ানক দুর্দিন,

আমাকে যা দিলে-ফিরে পাবে তা,

উবে যাবে শুভদিন।



এই ক'টা লাইন খুব ভাল লেগেছে। আপনার কবিতায় চরম সত্য ফুটে উঠেছে।

৩১ মার্চ ২০১৫ দুপুর ০৩:৪৭
253061
egypt12 লিখেছেন : সবাই বুঝি এমন? :Thinking
312072
৩১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৪১
নূর আল আমিন লিখেছেন : দিলেম তোমায় অভিশাপ।
০১ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৫৮
253213
egypt12 লিখেছেন : দিয়ে থাকুন Love Struck
312093
৩১ মার্চ ২০১৫ রাত ০৮:৫৭
শেখের পোলা লিখেছেন : এ কাব্য মেলায় আমিও নগন্য হলেম৷
০১ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৫৮
253214
egypt12 লিখেছেন : না আপনি আমার কাছে গণ্য ব্যক্তি Tongue
312123
৩১ মার্চ ২০১৫ রাত ১১:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেখা হওয়ার কি দরকার??
যাক যা গেছে তা যাক।
০১ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৫৯
253215
egypt12 লিখেছেন : যারে যা উড়ে যা.। Broken Heart
312185
০১ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৩৯
আফরা লিখেছেন : কাউকে কষ্ট দিলে সেটা নিজের কাছে ফিরে আসবে কোন না কোন ভাবে ।

কবিতাটা অনেক সুন্দর হয়েছে ।
০১ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৫৯
253216
egypt12 লিখেছেন : ধন্যবাদ আপু Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File