একটি অসমাপ্ত ভালবাসা (৬ষ্ট পর্ব)
লিখেছেন লিখেছেন আমিনুল হক ৩১ মার্চ, ২০১৫, ০১:৫৩:১৬ দুপুর
কলেজে ভর্তি হবার পর আমার জীবনটা বদলে গেল। কলেজের পাশেই ছিল বাজার, উপজেলা, থানা। একদিন একটি দরকারে বাজারের এক আত্বীয়ের কম্পিউটারের দোকানে গেলাম। ভাগ্য বুঝি একেই বলে। কিছু পরিচিত ছাত্রী ফটো তোলার জন্য আসে। দোকানে কম্পিউটার অপারেটর ছিলনা, আবার অন্যদিকে ফটো খুব জরুরী ছিল। কম্পিউটার জানার কারনে দোকানের মালিক আমাকে ছবিগুলো কাজ করে দিতে বলল। আর ওই দিন থেকেই আমার জীবনের কর্মজীবন শুরু হয়ে গেল। মালিক আমার কাজের অভিজ্ঞতা দেখে আমাকে দোকানে মাসিক থাকার জন্য অনুরোধ করল। বাজার থেকে কলেজ পাশে ছিল, আর কলেজে নিয়মিত যেতে পারব, যখন যা ইচ্ছা করতে পারব, আর কিছু সুবিধা ছিল। দোকানের মালিকের সাথে মাসিক থাকার কথা পাকা হয়ে গেল। আমার প্রতিদিনের নাস্তা, খাওয়া-দাওয়া, মোবাইলের জন্য ফ্লেস্কিলোড, পকেট খরছ ফ্রি ছিল। সকালে ঘুম থেকে উঠে দোকানে যেতাম, কলেজের সময় কলেজ, আর বিকাল বেলায় আবার দোকানে বসা এবং রাত্রে বেলায় পড়া-লেখা করা ছিল আমার প্রতিদিনের রুটিন। অন্যদিকে অনেক কষ্টে রানীর রাগ ভাংগাতে পেরেছিলাম। রানীর সাথে প্রতিদিন কথা বলতাম। এভাবেই চলতে লাগল আমার দিনকাল। যখন রানীর সাথে কথা বলতাম তখন খুব ভাল লাগত। কিন্তু যখন ফোন রেখে দিতাম তখন মন বলত:-
হে রানী,
কেন তুমি কাছে আসনা,
আর যে কথা বলা ভাল লাগে না,
মন চায় দেখতে তোমায়,
তুমি ছাড়া আমি অসহায়।
বিষয়: বিবিধ
১০৭৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পুরো জীবন এমন অসহায় থাকেন, তবুও বিয়ে কইরেন না। ধন্যবাদ।
ঝটপট নিয়ে আসুন, সুযোগ থাকা সত্ত্বেও কে চায় সখী বিনা রাত্তি যাপন করতে!!!!
লায়লা আমার সবচেয়ে ভাল বন্দুর নাম।
মন্তব্য করতে লগইন করুন