***কাব্যের সমকাল***
লিখেছেন লিখেছেন egypt12 ২০ ডিসেম্বর, ২০১৪, ১০:৪০:১৫ সকাল
রামপাল লাগে নাই ফার্নেস অয়েলে,
ধুঁকে ধুঁকে মরে যাও বিষ রূপী ফুয়েলে।
এত ছিল চেষ্টা ধ্বংসিবে ঐ বন,
তাই তো কূটের চালে সুন্দর আয়োজন!
এত সব আয়োজনে পুরো জাতি রুগ্ন,
ব্যাথা তো সকল খানে-মন তাই ভগ্ন।
কে দেব ভগ্ন মনে মলমের শান্তি?
কেই বা এগিয়ে এসে মিটাবে এ ভ্রান্তি?
কাউকে তো দেখিনা যোগ্যতাহীন সব,
বলে শুধু হেকমত ঘর কুনো জপে রব।
ঘরকুনো হলে সব স্বাধীনতা টেকেনা,
সব খায় রাক্ষুসে তবু ক্ষুধা মেটেনা।
কে ঠেকাবে রাক্ষুস রূপী সব হায়েনা?
উঠে এসো উঠে এসো এই ধরি বায়না।
বায়না পূরণ হবে! মনে লাগে শংকা,
আশাহত মনে বাজে বিজয়ের ডংকা।
জেনো সেদিন হাঁসবে জয়ে-যখন মিলে সবে,
বুক ফুলিয়ে এক কাতারে ঠায় দাঁড়িয়ে রবে।
এতেই বাঁচবে জাতি-স্বাধীনতা-সম্মান,
যুগে যুগে একতার এই হলো প্রতিদান।
১৫.১২.১৪
বিষয়: সাহিত্য
১০৮১ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা সবসময় এক শুধু নিজের স্বার্থে!!!
বুক ফুলিয়ে এক কাতারে ঠায় দাঁড়িয়ে রবে।"
কবিতা মাশাআল্লাহ ফাটাফাটি, তবে এ লাইন দুটি লম্বা হয়ে তাল কেটে দিচ্ছে৷ ধন্যবাদ৷
মন্তব্য করতে লগইন করুন