মাধবপুর লেকের শাপলা
লিখেছেন লিখেছেন মরুভূমির জলদস্যু ২০ ডিসেম্বর, ২০১৪, ১১:১৫:১৫ সকাল
১৯শে অক্টোবর ২০১৪ইং তারিখে সিলেটের একটা ফ্যামিলি-ফ্রেন্ড ভ্রমণের আয়োজন করেছিলাম। আমাদের গাড়ি ছাড়া হল ভোর ৫টা ৫০ মিনিটে। “শ্রীমঙ্গলের পথে” চলতে চলতে আমরা যখন লাউয়াছড়া ন্যাশনাল পার্কে পৌছাই তখন ঘড়িতে সময় সকাল ১০টা ৪৫ মিনিট। সেখানে “লাউয়াছড়া ন্যাশনাল পার্কের প্রবেশদার” পেরিয়ে, পথের ধারের “লাউয়াছড়ার ছড়া” দেখে, সামনের “লাউয়াছড়া ন্যাশনাল পার্কের রেল লাইনে” ছবি তুলে, পাশের টিলার উপরের চায়ের দোকান থেকে “সাত রঙ্গা চা” পান করে, “লাউয়াছড়া জাতীয় উদ্যান ভ্রমণ” শেষ করে আমরা পৌছাই মাধবপুর লেকে। সেই লেকের জলে ফুটে ছিলো শাপলা ফুল, তারই কিছু ছবি এখানে।
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
বিষয়: বিবিধ
৯৩৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো বলেছেন।
মন্তব্য করতে লগইন করুন