***নীল দহন***
লিখেছেন লিখেছেন egypt12 ১১ অক্টোবর, ২০১৪, ০৯:২১:৩৪ সকাল
মেয়েটির বয়স একুশ আর
প্রেমের বয়স তিরিশ দিন,
বুকটা জুড়ে করছে বসত
ভালোবাসার প্যাথেড্রিন।
.
প্যাথেড্রিনের নেশার মতই
তনুমনে একটি ছেলে,
থেকে থেকেই অন্তরাত্মায় ভালোবাসার
ঝড় সে তোলে।
.
এত ঝড়ের কথা কিন্তু
সেই ছেলেটি জানত না,
তাইতো পরিণত মনে
অন্য চিন্তা আনতো না।
.
এরই মাঝে স্বপ্ন যুবক
বসল বিয়ের পিড়িতে,
অন্য দিকে প্রেম ছড়ালো
হৃদয়ের সব সিঁড়িতে।
.
সেই মেয়েটি শুনলো যখন
প্রিয়-র বিয়ের কথা,
মুখে কিছু না বললেও
হৃদয় ছিল ব্যাথা।
.
বিয়েতে সে আসে নাই তো
যদিও সে আত্মীয়,
পাগল হবার দশা হলো
ডেকে ডেকে প্রিয় প্রিয়।
.
মনের ব্যাথা হালকা করতে
পাঠালো এক নীল চিঠি,
ঐ চিঠিরই প’রতে প’রতে
গভীর প্রেমের খুঁনসুটি।
.
ছেলেটি আজ অবাক দেখে;
পাগল প্রেমের সাতকাহন,
তারও মনে কি ইচ্ছে ছিল-
চড়তে অমন প্রেম বাহন!?
.
সেই কথাটা জানে না কেউ
শুধু জানে এটা,
তারও চোখে এসেছিল জল- (কিন্তু)
হৃদয়ে কি ছিল ব্যথা!?
.
১১.১০.১৪
বিষয়: সাহিত্য
২২০৪ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মেয়েটি তো বেজায় বোকা-
বর্তমানের অচল মাল!
প্রেমের কথা গোপন রেখে-
জীবনটাকে করল কাল!!
ডিজিটালের এই সময়ে-
আদি স্টাইলের দাম নাই!
অন্তরেতে থাকলে কিছু,
মুখে-কাজে প্রকাশ চাই। ।
হৃদয়ে কি ছিল ব্যাথা!?
স্বপগুলো মেঘপুঞ্জে রুপ নিয়ে পানি রূপে গড়িয়ে পড়ে হৃদয়-মন-তনু-মন হাল্কা করল|অন্যদিকে আরেকজনকে দেব্দাস বানাল! ধন্যবাদ
শুধু জানে এটা,
তারও চোখে এসেছিল জল- (কিন্তু)
হৃদয়ে কি ছিল ব্যথা!?
অনেক ভালো লাগলো। ছন্দের মিলগুলোও ইর্ষনীয়!
অনেক ভালো লিখেন আপনি।
জাজাকাল্লাহু খাইর।
পড়লাম, মানোন্নতির দোয়া করি
অন্ত্যমিলগুলো বেশ সুন্দর হয়েছে,
তবে-
শব্দগঠনের ছন্দপতন সুখপঠনের আনন্দে ভাগ বসালো
[প্যাথেড্রিন]
[প্যাথেড্রিন-এ নয়],
আমি সেদিকেও দৃষ্টি আকর্ষণ করেছি
আপনার নামের মাহাত্ম্য বিশ্লেষণ করুন পূর্ণমান - ১০
সবহল কি শেষ?
ভাইয়া, ১টু মিলের কোবিতা বলেন না, প্লিজ..
আহারে ..... বেচারী
মন্তব্য করতে লগইন করুন