মুক্তি

লিখেছেন লিখেছেন Md. Ziaur rahman ১১ অক্টোবর, ২০১৪, ০৯:৪৯:২২ সকাল

যাও তোমাকে আমি মুক্তি দিলাম । আজ থেকে আমার সকল ভালোবাসার বাঁধন থেকে তুমি মুক্ত আমি ভুলে গিয়েছিলাম যে তুমি আমার কাছে পরাধীন হয়ে আছো আমার ভালোবাসা তোমার কাছে ছিল একবন্দিশালা , তুমি একাকি মুক্ত হাওয়ায় উড়তে চেয়েছিলে , কিন্তু আমি চেয়েছিলাম তোমাকে নিয়ে উড়তে । আমি ছিলাম তোমার কাছে এক বিরক্তিকর, অস্বস্তিকর, একঘেয়েমি ছাড়া আর কিছু নয় । তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারিনি , তাইতো ঘুড়ির নাটাই থেকে সুতো ছিঁড়ে দিলাম । তুমি তোমার উন্মুক্ত আকাশে উড়ে বেড়াও । আমি তোমাকে ছুঁতে পারবোনা কিন্তু দূর থেকে দেখবো তোমার হারিয়ে যাওয়া

বিষয়: বিবিধ

১৯২৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273086
১১ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪০
বুড়া মিয়া লিখেছেন : এভাবে নিজে থাকে নাটাই থেকে না ছিড়ে, আরেকটা দিয়ে কাটাকাটি খেলে কেটে দিলে ভালো হতো।

খুব মজার ছিলো ঘুড়ি উড়ানো, কান্নি-খাওয়া ঘুড্ডি নিয়ে অবশ্য মাঝে মাঝে বিপাকে পড়তে হতো ...
273111
১১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫৪
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
273165
১১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪৮
আফরা লিখেছেন : তাকিয়ে তাকিয়ে দেখতে থাকেন কিন্তু খবরদার !! চোখ দিয়ে যেন পানি না আসে ...।
273167
১১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৮
ফেরারী মন লিখেছেন : Broken Heart Broken Heart ভালোবাসাকে বাধতে হয় ছেড়ে দিলে চলে না।
273337
১২ অক্টোবর ২০১৪ রাত ০৪:৪৬
ভিশু লিখেছেন : পরাধীনতা-বন্দীশালা মনে হওয়া মানে তো ভালোবাসা না - অন্যকিছু। একে অপরকে 'সেইভাবে' ভালোবাসলে কেউ মুক্ত হতে নাহ আরো বেশি যুক্ত হতেই পাগল থাকবে, ইনশাআল্লাহ... Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File