নিজেরে হারায়ে খুজি
লিখেছেন লিখেছেন Md. Ziaur rahman ১৪ অক্টোবর, ২০১৪, ১১:০৮:৪২ সকাল
এখনও মাঝে মাঝে তোমাকে খুজে ফিরি
সেই আগের ঠিকানায়,
তোমার ছায়াপথে সব আছে
শুধু নেই আমি,
মিথ্যে মোহে আক্রান্ত তুমি,
হারিয়ে গেছো আমার জীবন থেকে,
জানি কখনো আমার হবে না।
তবু মিথ্যে শান্তনা খুজি ফিরি বার বার
এখনো মাঝরাতে ঘুম ভেংগে গেলে
তোমাকেই ভাবি তুমি আছো
এখনো আমার মনের মাঝে।
কেন চলে গেলে আমাকে একা করে?
প্রতিদিন নতুুন করে বাঁচতে শিখি ,
আর নতুন করে কষ্ট পাই কারন
তোমার স্মৃতিগুলো আমাকে
আঘাত করতে থাকে,
কষ্টের প্রহরগুলো কেন এতো বড় হয়?
কেন সুখের সময় গুলো
এতো দ্রুত হারিয়ে যায়?
যখনই ভাবি তুমি সুখে আছো
আমাকে কষ্ট দিয়ে
বেদনার নীল খামে
তোমাকে চিঠি লিখি,
তুমি সুখে থেকো ভালো থেকো
এই কামনা করি।
আমি কখনো কোনদিন
তোমার যোগ্য ছিলাম না,
কিন্তু তুমি ছিলে আমার হৃদয়ের
স্বপ্ন কন্যা।
বিষয়: বিবিধ
২৯২৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন