তোমাকে ভেবে নিশ্চুপ আমি
লিখেছেন লিখেছেন Md. Ziaur rahman ২৫ অক্টোবর, ২০১৪, ০৬:৪৪:৪৯ সন্ধ্যা
মাঝে মাঝে তোমাকে ভেবে
একেবারে নিশ্চুপ হয়ে যাই আমি
আমি কি এমন ছিলাম আগে ?
এটা জানে অন্তরজামি,
তুমিতো ভালো আছো তোমার মতো করে
হারিয়ে গেছি আমি অনেক মানুষের ভিরে।
সবকিছুই আছে শুধু তুমি নেই পাশে
বলেছিলে আসবে একদিন ফিরে,
যখন আসবে হয়তো তখন
আমি থাকবো না এই পৃথিবীর তরে।
বিষয়: বিবিধ
১২৫৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হারিয়ে গেছি আমি অনেক মানুষের ভিড়ে।
আহারে
মন্তব্য করতে লগইন করুন